মায়ের অসুস্থতার জেরে বর্ডার-গাভাসকর ট্রফির দ্বিতীয় টেস্টের পর অস্ট্রেলিয়া ফিরে গিয়েছেন প্যাট কামিন্স। সিরিজের বাকি দুটি টেস্ট খেলা হল না তাঁর।
আমেদাবাদ: নেতা পাল্টাতেই কাজ হয়েছিল ম্যাজিকের মতো। দীর্ঘদিন পর ভারতের মাটিতে নেতৃত্ব দেওয়ার পড়ে পাওয়া সুযোগ পুরোমাত্রায় কাজে লাগিয়েছেন স্টিভ স্মিথ (Steve Smith)। বর্ডার-গাভাসকর ট্রফির (Border-Gavaskar Trophy) প্রথম দুটি টেস্ট জয়ের পর তৃতীয় টেস্ট ৯ উইকেটে জিতে ঘুরে দাঁড়িয়েছে অস্ট্রেলিয়া। এই জয় তাঁদের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে পৌঁছে দিয়েছে। নিজেদের সিরিজ জয়ের সুযোগ না থাকলেও অস্ট্রেলিয়া চাইবে না ভারত জিতুক। আমেদাবাদের ভারত বধ-এর ছক কষতে শুরু করে দিয়েছে অজি শিবির। এসবের মাঝে শুধু প্যাট কামিন্সের (Pat Cummins) ফেরা নিয়ে ধোঁয়াশা ছিল। মায়ের অসুস্থতার জন্য সিরিজের মাঝপথে সিডনি ফিরে গিয়েছেন কামিন্স। চতুর্থ টেস্টের আগে কামিন্সের ফেরার সম্ভাবনার কথা শোনা যাচ্ছিল অজি শিবিরে। কিন্তু শেষপর্যন্ত তা হচ্ছে না। আমেদাবাদ টেস্টের জন্য ফিরছেন না কামিন্স। অর্থাৎ, আমেদাবাদেও ভারতের বিরুদ্ধে অস্ট্রেলিয়াকে নেতৃত্ব দেবেন স্টিভ স্মিথ। বিস্তারিত TV9 Bangla–য়।
দিল্লি টেস্ট শেষ হওয়ার পরই অস্ট্রেলিয়ায় ফিরে গিয়েছিলেন কামিন্স। অজি মিডিয়ার বিভিন্ন রিপোর্ট অনুযায়ী, কামিন্সের মা মারিয়া স্তন ক্যান্সারে ভুগছেন। তাঁকে প্যালিয়াটিভ কেয়ারে রাখা হয়েছে। এই কঠিন মুহূর্তে শুধু ক্রিকেট অস্ট্রেলিয়া নয়, গোটা ক্রিকেট বিশ্ব কামিন্সের পাশে দাঁড়ানোর বার্তা দিয়েছে। গুরুতর অসুস্থ মাকে ছেড়ে এই মুহূর্তে টেস্ট খেলতে ভারতে ফিরে আসার সম্ভাবনা নেই কামিন্সের। তাঁর পরিবর্তে ইন্দোর টেস্টে নেতৃত্ব দিয়েছিলেন স্মিথ। আমেদাবাদেও অজিদের ক্যাপ্টেন্সির দায়িত্ব স্মিথের উপর বর্তাবে। চতুর্থ তথা সিরিজের শেষ টেস্ট শুরু হচ্ছে ৯ মার্চ থেকে।
টেস্ট সিরিজের পর ১৭ মার্চ থেকে শুরু হবে ওডিআই সিরিজ। ওডিআই বিশ্বকাপের বছরে এই সিরিজ দুই দলের কাছে ভীষণ গুরুত্বপূর্ণ। তবে সেখানেও কামিন্সকে নিয়ে থাকছে ধোঁয়াশা। সীমিত ওভারেও অস্ট্রেলিয়া ফাস্ট বোলিং অলরাউন্ডার দলের সঙ্গে যোগ দিতে পারবেন কি না তা এখনও স্পষ্ট নয়। তিন ম্যাচের ওডিআই সিরিজের জন্য কামিন্সের না ফেরার সম্ভাবনা বেশি। সেক্ষেত্রে টেস্টের পর ওডিআই ফরম্যাটেও ব্যাগিগ্রিনদের নেতৃত্বে থাকবেন স্মিথ।