IPL vs WPL: ২০০৮ সালে ছেলেদের আইপিএলের প্রথম সংস্করণে পুরুষ আরসিবি দলের বিরুদ্ধে প্রথম ম্যাচে কলকাতা নাইট রাইডার্স করেছিল ২২২ রান। এদিকে মেয়েদের আইপিএলে আরসিবির প্রথম ম্যাচে দিল্লি ক্যাপিটালস করে ২২৩ রান।
RCB: দ্রাবিড়-স্মৃতির অদ্ভূত মিল! IPL হোক বা WPL আরসিবির ওপর প্রসন্ন হয়নি ভাগ্যদেবী
মুম্বই: যে কোনও দলই কোনও টুর্নামেন্টের শুরুটা জয় দিয়ে করতে চায়। আর সেটাই স্বাভাবিক। কিন্তু সবসময় ভাগ্যদেবী যে সব দলের ওপর প্রসন্ন হবে, তেমনটাও নয়। খেলায় হার-জিত থাকেই। সেটা মেনে নিয়েই এগিয়ে চলেন ক্রিকেটার, ফুটবলাররা। বহু প্রতীক্ষিত উইমেন্স প্রিমিয়ার লিগের আসর জমে উঠেছে। টুর্নামেন্টের প্রথম সংস্করণে খেলছে ৫টি দল। WPL-এর উদ্বোধনী সংস্করণের দ্বিতীয় দিনই ছিল ডাবল হেডার। ব্রেবোর্ন স্টেডিয়ামে রবিবার, ৫ মার্চ ডাবল হেডারের প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছিল স্মৃতি মান্ধানার রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর (Royal Challengers Bangalore) এবং মেগ ল্যানিংয়ের দিল্লি ক্যাপিটালস (Delhi Capitals)। সেই ম্যাচে দুরন্ত দিল্লি ৬০ রানে হারিয়েছে আরসিবিকে। ২০০৮ সালে ছেলেদের আইপিএলের প্রথম সংস্করণে পুরুষ আরসিবি দলের বিরুদ্ধে প্রথম ম্যাচে কলকাতা নাইট রাইডার্স করেছিল ২২২ রান। এদিকে মেয়েদের আইপিএলে আরসিবির প্রথম ম্যাচে দিল্লি ক্যাপিটালস করে ২২৩ রান। ছেলেদের আইপিএলে কেকেআরের কাছে প্রথম ম্যাচে ১৪০ রানে হেরেছিল রাহুল দ্রাবিড়ের আরসিবি। এ দিকে মেয়েদের আইপিএলে দিল্লির কাছে ৬০ রানে হেরেছে আরসিবি। এই পরিসংখ্যানই যেন বলে দিচ্ছে IPL হোক বা WPL আরসিবির ওপর প্রসন্ন হয়নি ভাগ্যদেবী। বিস্তারিত জেনে নিন TV9Bangla-র এই প্রতিবেদনে।
আরসিবির ভাগ্যের চাকা কবে ঘুরবে?
উইমেন্স প্রিমিয়ার লিগের প্রথম সংস্করণের দ্বিতীয় ম্যাচে দিল্লি ক্যাপিটালস দুরন্ত পারফর্ম করেছে। প্রথমে ব্যাটিং তারপর বোলিং ও ফিল্ডিংয়েও চমৎকার পারফরম্যান্স মেগ ল্যানিংয়ের দলের। স্মৃতির আরসিবির বিরুদ্ধে টুর্নামেন্টের দ্বিতীয় ম্যাচে দুর্ধর্ষ ব্যাটিং করেছেন দিল্লির তারকা ওপেনার শেফালি ভার্মা এবং অধিনায়ক মেগ ল্যানিং। আরসিবির বিরুদ্ধে চার-ছয়ের বন্যা বইয়ে দিয়ে ২২৩ রান তোলে দিল্লি। এখনও অবধি উইমেন্স প্রিমিয়ার লিগে যে তিনটি ম্যাচ হয়েছে তার মধ্যে দিল্লি বনাম আরসিবির দ্বিতীয় ম্যাচেই উঠেছে সর্বাধিক রান।
২০০৮ সালে পুরুষদের আইপিএলের উদ্বোধনী সংস্করণের প্রথম ম্যাচে আরসিবির বিরুদ্ধে কেকেআর করেছিল ২২২ রান। ১৫.১ ওভারেই সেই ম্যাচে গুটিয়ে গিয়েছিল দ্রাবিড়ের দল। সেই ম্যাচে ১৪০ রানে জিতেছিল নাইটরা। উইমেন্স প্রিমিয়ার লিগের সঙ্গে আইপিএলে আরসিবির প্রথম ম্যাচের একটাই পার্থক্য, IPL এর প্রথম ম্যাচে ব্যাঙ্গালোর পুরো ২০ ওভার খেলতে পারেনি। ১৫.১ ওভারেই গুটিয়ে গিয়েছিল রাহুল দ্রাবিড়ের দল। অন্যদিকে দিল্লির বিরুদ্ধে স্মৃতির আরসিবি মেয়েদের আইপিএলের প্রথম ম্যাচে শেষ বল অবধি লড়াই করেছিল, কিন্তু জিততে পারেনি। যে কারণে ৬০ রানে হারতে হয়েছে স্মৃতিদের। সব কিছুর মধ্যে আইপিএলে রাহুল দ্রাবিড়ের আরসিবি ও ডব্লিউপিএলে স্মৃতি মান্ধানার আরসিবির বড় মিল এটাই যে, টুর্নামেন্টের প্রথম ম্যাচে হারের মুখ দেখতে হয়েছে দুই দলকেই।