পিচ-তরজা: ‘আমার মন্তব্যে কী যায় আসে!’


Border-Gavaskar Trophy, Pitch : ম্য়াচ রেফারি ক্রিস ব্রড তাঁর রিপোর্টে জানিয়েছেন-ম্য়াচের পঞ্চম ডেলিভারিই নীচু হয়ে যায়, কোনও সিম মুভমেন্ট ছিল না, পিচে সারাক্ষণ অসমান বাউন্স দেখা গিয়েছে।

আমেদাবাদ: প্রথম দুই টেস্টেও পিচ নিয়ে সমালোচনা হয়েছে। নাগপুর এবং দিল্লিতে স্পিন সহায়ক পিচের ভরপুর সুযোগ নিয়েছে টিম ইন্ডিয়া। যদিও ইন্দোরে অস্ট্রেলিয়া অনবদ্য পারফর্ম করেছে। স্টিভ স্মিথের নেতৃত্বে জয়ে ফিরেছে অজিরা। সিরিজে এখনও ভারত এগিয়ে ২-১ ব্য়বধানে। আমেদাবাদে বৃহস্পতিবার শুরু সিরিজের শেষ টেস্ট। বিশ্ব টেস্ট চ্য়াম্পিয়নশিপের ফাইনালে পৌঁছতে এই ম্যাচ জিততেই হবে ভারতকে। না হলে জটিল অঙ্কের মুখে পড়তে হবে ভারতীয় শিবিরকে। ইন্দোরে হার-জিতের চেয়েও আলোচনায় বেশি ছিল পিচ। ম্য়াচ রেফারির রিপোর্টের ভিত্তিতে ইন্দোরের পিচকে ‘খুবই খারাপ’ রেটিং দিয়েছে আইসিসি। এমনকি এই টেস্ট ভেনুকে ৩ ডিমেরিট পয়েন্টও দেওয়া হয়েছে। ইন্দোর টেস্ট জিতলে আমেদাবাদে গ্রিনটপ চাইত টিম ইন্ডিয়া। বিশ্ব টেস্ট চ্য়াম্পিয়নশিপ ফাইনাল নিশ্চিত হয়ে গেলে, তার প্রস্তুতিও শুরু করা যেত আমেদাবাদ থেকেই। হারে পরিকল্পনায় সমস্য়া হয়েছে। ইন্দোরের পিচকে আইসিসির রেটিং সহ নানা প্রশ্নের জবাব দিলেন ভারতীয় দলের হেড কোচ রাহুল দ্রাবিড়। বিস্তারিত TV9 Bangla-য়।

ইন্দোর পিচের রেটিং প্রসঙ্গে রাহুল দ্রাবিড় বলেন, ‘আমি এ বিষয়ে বেশি ঢুকতে চাই না। ম্য়াচ রেফারি পিচ নিয়ে মতামত এবং তাঁর ভাবনার কথা জানাতেই পারে। আমি তাতে সায় দিলাম কী না, তাতে কী যায় আসে! বিশ্ব টেস্ট চ্য়াম্পিয়নশিপের ফাইনাল নির্ভর করছে এই সিরিজের উপর। আমরা এমন পিচই চাইব, যেখানে ম্য়াচের ফল বেরোবে। সব সময় ভারসাম্য় রাখা সম্ভব নাও হতে পারে। এমনটা ভারতের মাটিতেই শুধু হয়েছে তা নয়। বিশ্বের অন্যান্য় দেশেও হয়।’ ম্য়াচ রেফারি ক্রিস ব্রড তাঁর রিপোর্টে জানিয়েছেন-ম্য়াচের পঞ্চম ডেলিভারিই নীচু হয়ে যায়, কোনও সিম মুভমেন্ট ছিল না, পিচে সারাক্ষণ অসমান বাউন্স দেখা গিয়েছে।

এ বারের সিরিজ ইনিংসে সবচেয়ে বেশি ৪০০ রান হয়েছিল নাগপুরে প্রথম ইনিংসে। কোনও ম্যাচই চতুর্থ দিন গড়ায়নি। নাগপুরে শতরান করেছিলেন রোহিত শর্মা। আর কেউ এই সিরিজে সেঞ্চুরি করতে পারেননি। তিন ম্য়াচের ছয় ইনিংসের মধ্য়ে অস্ট্রেলিয়া মাত্র একবারই ২০০-র গণ্ডি পেরোতে পেরেছে। সে কারণেই হয়তো এত বেশি আলোচনা। ভারতীয় দলের হেড কোচ রাহুল দ্রাবিড় অবশ্য় পরিষ্কার করে দিয়েছেন, আড়াই-তিন দিনে ম্য়াচ শেষ হয়ে যাওয়ার ঘটনা অন্য় দেশেও হচ্ছে।

Leave a Reply