Ravindra Jadeja in Film Production: ব্যাটে-বলে অজিদের নাস্তানাবুদ করে ছেড়েছেন। নিজের অলরাউন্ড প্রতিভার আরও বিস্তার ঘটাচ্ছেন জাতীয় দলের ক্রিকেটার রবীন্দ্র জাডেজা।
কলকাতা: প্রকৃত অর্থেই তিনি অলরাউন্ডার। বাইশ গজে প্রতিপক্ষকে একাই দুমড়ে মুচড়ে দিতে পারেন। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বর্ডার-গাভাসকর ট্রফির (Border-Gavaskar Trophy) প্রথম দুটি ম্যাচ তারই সাম্প্রতিক উদাহরণ। ব্যাটে-বলে অজিদের নাস্তানাবুদ করে ছেড়েছেন। নিজের অলরাউন্ড প্রতিভার আরও বিস্তার ঘটাচ্ছেন জাতীয় দলের ক্রিকেটার রবীন্দ্র জাডেজা। রাজনীতিতে পা রেখেছেন জাড্ডুর (Ravindra Jadeja) স্ত্রী রিভাবা। ক্রিকেটার অবশ্য রাজনীতির দিকে ঝোঁকেননি। মহেন্দ্র সিং ধোনির পথ অনুসরণ করে সিনেমা ব্যবসায় নেমে পড়লেন তিনি। বর্ডার-গাভাসকর সিরিজের মাঝেই নিজের প্রযোজিত সিনেমার (Film Production) পোস্টার প্রকাশ্যে আনলেন জাডেজা। কী নাম সিনেমার? কোন ভাষার সিনেমা দিয়ে ব্যবসায় হাত পাকাবেন? জাড্ডুর সিনেমায় অভিনয় করবেন কে কে? বিস্তারিত রইল TV9 Bangla–য়।
ইনস্টাগ্রামে ছবির পোস্টার শেয়ার করেছেন জাড্ডু। সিনেমার নাম ‘পঁচাত্তর কা ছোরা’। ছবির পরিচালক জয়ন্ত জিলাটার। ‘পঁচাত্তর কা ছোরা’ মূলত রোম্যান্টিক-কমেডি। ছবিতে অভিনয় করবেন রণদীপ হুডা, নীনা গুপ্তা, সঞ্জয় মিশ্র এবং গুলশন গ্রোভারদের মতো হিন্দি সিনেমার পরিচিত মুখগুলি। হালকা মুডের ছবিটির শুটিং শুরু হবে খুব শীঘ্র। জাডেজা ছাড়াও তাঁর বিধায়ক স্ত্রী রিভাবাও যুক্ত রয়েছেন ছবি তৈরিতে। অফবিট ও হালকা মুডে ছবি দর্শকদের উপহার দেওয়ার কথা দিয়েছেন জাডেজা। অনুরাগীদের দেওয়া কথা রাখতে প্রথম ধাপে পা রাখলেন।
সিনেমা ব্যবসায় কতটা ধামাকা করতে পারেন সেটা ভবিষ্যৎই বলবে। তবে ক্রিকেট কেরিয়ারের ধারাবাহিকভাবে পারফর্ম করে যাচ্ছেন জাড্ডু। হাঁটুর চোট সারিয়ে প্রায় ছয়মাস পর মাঠে নেমেই বল হাতে কামাল দেখিয়েছেন। নাগপুর ও দিল্লি টেস্টে জাডেজার স্পিনের মোকাবিলা করতে হিমসিম খেয়েছে ব্যাগিগ্রিনরা। পরপর দুটি টেস্টের সেরা ক্রিকেটার নির্বাচিত হয়ে স্বপ্নের প্রত্যাবর্তন ঘটেছে তাঁর।