স্ট্রাইকরেটের গুরুত্ব নেই! লখনউ অধিনায়ক কি এটাই বোঝাতে চাইলেন?


Lucknow Super Giants: আইপিএল শুরু হতে আর তিন সপ্তাহের মতো বাকি। শক্তিশালী দল গড়েছে লখনউ সুপার জায়ান্টস। অভিষেক মরসুমে প্লে-অফে উঠেছিল লখনউ সুপার জায়ান্টস। এ বার লক্ষ্য় আরও বড়। লোকেশ রাহুলকে ১৭ কোটিতে রেখেছে লখনউ। আইপিএলে অন্যতম ধনী ক্রিকেটার রাহুল। টি-টোয়েন্টি লিগে এই ওপেনার ১০৯ ম্যাচ খেলেছেন। ব্য়াটিং গড় ৪৮.০১। প্রায় ১৩৭ স্ট্রাইকরেটে করেছেন ৩৮৮৯ রান।

আমেদাবাদ : আগামী আইপিএলের জন্য় নতুন জার্সি উন্মোচন হল লখনউ সুপার জায়ান্টসের। গত আইপিএলেই এই ফ্র্য়াঞ্চাইজি লিগে অভিষেক হয় লখনউ সুপার জায়ান্টসের। প্রথম বারের নিরিখে পারফরম্য়ান্সও ভালো। আইপিএল অভিষেকে চ্য়াম্পিয়ন হয় হার্দিক পান্ডিয়ার নেতৃত্বাধীন গুজরাট টাইটান্স। লখনউয়ের নেতৃত্বে ছিলেন লোকেশ রাহুল। এ বারও নেতৃত্ব তাঁর হাতেই। লোকেশ রাহুলের সাম্প্রতিক ফর্ম অবশ্য চিন্তার বিষয়। কোনও ফরম্য়াটেই ছন্দে নেই। বর্ডার-গাভাসকর ট্রফির তৃতীয় টেস্টে একাদশে জায়গা হারিয়েছেন লোকেশ রাহুল। গত দশটি টেস্ট ইনিংসে তাঁর ব্যাটিং গড় মাত্র ১২.৫। তাঁর স্কোরগুলি হল যথাক্রমে ৮, ১০, ১২, ২২, ২৩, ১০, ২, ২০, ১৭ এবং ১। তাঁকে নিয়ে সমালোচনার ঝড় বইছিল। এর ফলেই ইন্দোর টেস্টের একাদশ থেকে বাদ পড়েন। আমেদাবাদেও একাদশে জায়গা পাওয়ার সম্ভাবনা নেই। এর মাঝে আইপিএলে লখনউ সুপার জায়ান্টসের নতুন জার্সি উন্মোচন হল। সেখানেই নানা বিষয়ে কথা বলেন রাহুল। বিস্তারিত TV9Bangla-য়।

টি-টোয়েন্টি ক্রিকেট মানেই চার-ছক্কার বন্যা। মূলত ব্য়াটারদের জন্য়ই মঞ্চ তৈরি থাকে। দর্শকরাও আসেন বিনোদনের জন্য়। সেরা বোলারদের বিরুদ্ধে ব্য়াটারদের লড়াই। স্ট্রাইকরেট কতটা জরুরি! লখনউ সুপার জায়ান্টসের জার্সি উন্মোচনের অনুষ্ঠানে অধিনায়ক লোকেশ রাহুল বলেন, ‘সংক্ষিপ্ত ফরম্য়াটে স্ট্রাইকরেট নিয়ে অতিরিক্ত ভাবার প্রয়োজন নেই বলেই আমি মনে করি। অনেকেরই স্ট্রাইকরেট নিয়ে ভাবা যেন নেশার মতো হয়ে গিয়েছে। আমার মনে হয় না, সেটা প্রয়োজন রয়েছে। আমার মতে, এই স্ট্রাইকরেট বিষয়টিকে অতিরিক্ত গুরুত্ব দেওয়া হয়। খেলার ধরনটা পরিস্থিতি অনুযায়ী হওয়া উচিত। কেউ যদি ১৪০ রান তাড়া করতে নামে, ২০০ স্ট্রাইকরেটে ব্য়াটিং করার কোনও প্রয়োজন রয়েছে বলে মনে করি না। সেই পরিস্থিতিতে কী প্রয়োজন, সেই অনুযায়ী খেলতে হবে।’

আইপিএল শুরু হতে আর তিন সপ্তাহের মতো বাকি। শক্তিশালী দল গড়েছে লখনউ সুপার জায়ান্টস। অভিষেক মরসুমে প্লে-অফে উঠেছিল লখনউ সুপার জায়ান্টস। এ বার লক্ষ্য় আরও বড়। লোকেশ রাহুলকে ১৭ কোটিতে রেখেছে লখনউ। আইপিএলে অন্যতম ধনী ক্রিকেটার রাহুল। টি-টোয়েন্টি লিগে এই ওপেনার ১০৯ ম্যাচ খেলেছেন। ব্য়াটিং গড় ৪৮.০১। প্রায় ১৩৭ স্ট্রাইকরেটে করেছেন ৩৮৮৯ রান।

Leave a Reply