জেনে নিন কখন এবং কীভাবে দেখবেন ডব্লিউপিএলে DC vs MI ম্যাচ


Delhi Capitals vs Mumbai Indians Live Streaming: শুরু হয়ে গিয়েছে ডব্লিউপিএল। বৃহস্পতিবার, টুর্নামেন্টের সপ্তম ম্যাচে মুখোমুখি হবে মেগ ল্যানিংয়ের দিল্লি ক্যাপিটালস ও হরমনপ্রীত কৌরের মুম্বই ইন্ডিয়ান্স।

জেনে নিন কখন এবং কীভাবে দেখবেন ডব্লিউপিএলে দিল্লি ক্যাপিটালস বনাম মুম্বই ইন্ডিয়ান্সের ম্যাচ

Image Credit source: Graphics – TV9Bangla

মুম্বই: অপেক্ষার অবসান হয়েছে। বহু প্রতীক্ষিত উইমেন্স প্রিমিয়ার লিগ শুরু হয়ে গিয়েছে। আগামী কাল, বৃহস্পতিবার ৯ মার্চ রয়েছে মেগ ল্যানিংয়ের দিল্লি ক্যাপিটালস (Delhi Capitals) ও হরমনপ্রীত কৌরের মুম্বই ইন্ডিয়ান্সের (Mumbai Indians) ম্যাচ। দুই দলই মেয়েদের আইপিএলে নিজেদের প্রথম দু’টি ম্যাচে জিতেছে। পয়েন্ট টেবলের এক ও দুই নম্বরে থাকা দুই দলের লড়াইয়ে প্রথম হারের সাক্ষী হবে কারা? জানতে চোখ রাখতে হবে আগামী কালের ম্যাচে। দিল্লি ও মুম্বইয়ের পয়েন্ট চার করে হলেও নেট রান রেটের দিক থেকে এগিয়ে রয়েছে মুম্বই। হ্যারিদের নেট রান রেট +৫.১৮৫। দিল্লির নেট রান রেট +২.৫৫০। উল্লেখ্য, প্রায় পুরো মার্চ মাস ধরেই চলবে মেয়েদের আইপিএল। WPL-এর উদ্বোধনী সংস্করণে অংশ নিয়েছে ৫টি দল। টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হবে ২৬ মার্চ। TV9Bangla-র এই প্রতিবেদনে জেনে নিন কখন, কীভাবে দেখবেন ডব্লিউপিএলের প্রথম সংস্করণের দিল্লি ক্যাপিটালস বনাম মুম্বই ইন্ডিয়ান্সের ম্যাচ।

দিল্লি ক্যাপিটালস বনাম মুম্বই ইন্ডিয়ান্সের ম্যাচটি কবে হবে?

দিল্লি ক্যাপিটালস বনাম মুম্বই ইন্ডিয়ান্সেরম্যাচটি (৭ মার্চ) আগামী কাল, মঙ্গলবার হবে।

দিল্লি ক্যাপিটালস বনাম মুম্বই ইন্ডিয়ান্সের ম্যাচটি কোথায় হবে?

দিল্লি ক্যাপিটালস বনাম মুম্বই ইন্ডিয়ান্সের ম্যাচটি নভি মুম্বইয়ের ডিওয়াই পাটিল স্টেডিয়ামে হবে।

দিল্লি ক্যাপিটালস বনাম মুম্বই ইন্ডিয়ান্সের ম্যাচটি কখন শুরু হবে?

ভারতীয় সময় অনুসারে দিল্লি ক্যাপিটালস বনাম মুম্বই ইন্ডিয়ান্সের ম্যাচটি শুরু হবে সন্ধ্যা ৭টা ৩০ নাগাদ। ম্যাচের আগে ৭টা নাগাদ টস হবে।

কোথায় দেখা যাবে দিল্লি ক্যাপিটালস বনাম মুম্বই ইন্ডিয়ান্সের ম্যাচের লাইভ স্ট্রিমিং?

দিল্লি ক্যাপিটালস বনাম মুম্বই ইন্ডিয়ান্সের ম্যাচটির লাইভ স্ট্রিমিং (Live streaming) দেখা যাবে টিভিতে স্পোর্টস ১৮। মোবাইলে মেয়েদের আইপিএল ম্যাচের লাইভ স্ট্রিমিং দেখা যাবে জিও সিনেমা অ্যাপ্লিকেশনে। পাশাপাশি উইমেন্স প্রিমিয়ার লিগের প্রতিটি ম্যাচের লাইভ আপডেট দেখতে পাওয়া যাবে TV9Bangla ওয়েবসাইটে।

দিল্লি ক্য়াপিটালস স্কোয়াড: জেমাইমা রডরিগজ, মেগ ল্যানিং (অধিনায়ক), শেফালি ভার্মা, রাধা যাদব, শিখা পান্ডে, মারিজানে কাপ, তিতাস সাধু, অ্যালিস ক্যাপসি, তারা নরিস, লরা হ্য়ারিস, জসিয়া আখতার, মীনু মানি, তানিয়া ভাটিয়া, পুনম যাদব, জেস জোনাসন, স্নেহা দীপ্তি, অরুন্ধতী রেড্ডি, অপর্ণা মণ্ডল।

মুম্বই ইন্ডিয়ান্স স্কোয়াড: হরমনপ্রীত কৌর (অধিনায়ক), ন্য়াট সিবার, যস্তিকা ভাটিয়া, অ্য়ামেলিয়া কের, অমনজ্যোৎ কৌর, ক্লো ট্রায়ন, পূজা বস্ত্রকার, ধারা গুজ্জর, সাইকা ইসাক, সোনম যাদব, হেইলি ম্যাথুজ, হেদার গ্রাহাম, হুমাইরা কাজি, ইসি ওং, জিন্তিমনি কলিতা, নীলম বিস্ত, প্রিয়াঙ্কা বালা।

Leave a Reply