Holi: ‘বলম পিচকারি’-র তালে হোলিতে মাতলেন স্মিথ-লাবুশেনরা


TV9 Bangla Digital | Edited By: Sanghamitra Chakraborty

Updated on: Mar 08, 2023 | 7:04 PM

IND vs AUS, BGT 2023: সারা দেশ জুড়ে চলছে রংয়ের খেলা। ভারতের সংস্কৃতি অনেক বিদেশি ক্রিকেটারদেরই পছন্দের। বর্তমানে বর্ডার-গাভাসকর ট্রফিতে খেলতে ভারতে রয়েছেন অস্ট্রেলিয়ার ক্রিকেটাররা। তাই হোলির দিন সেই রং খেলাতেই মেতে উঠলেন স্টিভ স্মিথ, মার্নাস লাবুশেনরা।

Mar 08, 2023 | 7:04 PM

রঙের উৎসবে মাতোয়ারা সারা দেশ। বর্তমানে বর্ডার-গাভাসকর ট্রফিতে খেলতে ভারতে রয়েছেন অস্ট্রেলিয়ার ক্রিকেটাররা। ফলে ভারতে থেকে নিজেদের এই রঙিন উৎসব থেকে দূরে রাখতে পারলেন না অজি ক্রিকেটাররা। (Pic Courtesy - Marnus Labuschagne Instagram)

রঙের উৎসবে মাতোয়ারা সারা দেশ। বর্তমানে বর্ডার-গাভাসকর ট্রফিতে খেলতে ভারতে রয়েছেন অস্ট্রেলিয়ার ক্রিকেটাররা। ফলে ভারতে থেকে নিজেদের এই রঙিন উৎসব থেকে দূরে রাখতে পারলেন না অজি ক্রিকেটাররা। (Pic Courtesy – Marnus Labuschagne Instagram)

অজিদের টিম হোটেলে তাঁদের জন্য হোলি খেলার আয়োজন করা হয়েছিল। আর সেখানেই আবির খেলায় মেতে ওঠেন স্টিভ স্মিথরা। (Pic Courtesy - Louis Cameron Twitter)

অজিদের টিম হোটেলে তাঁদের জন্য হোলি খেলার আয়োজন করা হয়েছিল। আর সেখানেই আবির খেলায় মেতে ওঠেন স্টিভ স্মিথরা। (Pic Courtesy – Louis Cameron Twitter)

প্যাট কামিন্সের অনুপস্থিতিতে অস্ট্রেলিয়াকে নেতৃত্ব দিচ্ছেন স্টিভ স্মিথ। সতীর্থদের সঙ্গে রঙের খেলায় মাতলেন স্মিথ। তিনি এবং ম্যাট কুহনেম্যান রীতিমতো রাঙিয়ে দেন মার্নাস লাবুশেনকে। (Pic Courtesy - Louis Cameron Twitter)

প্যাট কামিন্সের অনুপস্থিতিতে অস্ট্রেলিয়াকে নেতৃত্ব দিচ্ছেন স্টিভ স্মিথ। সতীর্থদের সঙ্গে রঙের খেলায় মাতলেন স্মিথ। তিনি এবং ম্যাট কুহনেম্যান রীতিমতো রাঙিয়ে দেন মার্নাস লাবুশেনকে। (Pic Courtesy – Louis Cameron Twitter)

অজি তারকা মার্নাস লাবুশেন নিজের সোশ্যাল মিডিয়ায় হোলি খেলার দারুণ অভিজ্ঞতার কথা তুলে ধরেছেন। (Pic Courtesy - Marnus Labuschagne Instagram)

অজি তারকা মার্নাস লাবুশেন নিজের সোশ্যাল মিডিয়ায় হোলি খেলার দারুণ অভিজ্ঞতার কথা তুলে ধরেছেন। (Pic Courtesy – Marnus Labuschagne Instagram)

মার্নাস লাবুশেনকে আবির দিয়ে স্টিভ স্মিথ ও ম্যাট কুহনেম্যান রাঙিয়ে দেওয়ার পর, তিনি নিজেই আবির উড়িয়ে মজা করেছেন। তার ঝলকও তুলে ধরেছেন নিজের ইন্সটাগ্রামে। (Pic Courtesy - Marnus Labuschagne Instagram)

মার্নাস লাবুশেনকে আবির দিয়ে স্টিভ স্মিথ ও ম্যাট কুহনেম্যান রাঙিয়ে দেওয়ার পর, তিনি নিজেই আবির উড়িয়ে মজা করেছেন। তার ঝলকও তুলে ধরেছেন নিজের ইন্সটাগ্রামে। (Pic Courtesy – Marnus Labuschagne Instagram)

স্টিভ স্মিথ, ম্যাট কুহনেম্যান, অ্যালেক্স ক্যারি ও পিটার হ্যান্ডসকম্বের সঙ্গে জমিয়ে হোলিতে মজা করেছেন মার্নাস লাবুশেন।  (Pic Courtesy - Marnus Labuschagne Instagram)

স্টিভ স্মিথ, ম্যাট কুহনেম্যান, অ্যালেক্স ক্যারি ও পিটার হ্যান্ডসকম্বের সঙ্গে জমিয়ে হোলিতে মজা করেছেন মার্নাস লাবুশেন। (Pic Courtesy – Marnus Labuschagne Instagram)

 টিম হোটেলের মাঠে অজি ক্রিকেটারদের জন্য বিভিন্ন রংয়ের আবির মজুত রাখা হয়েছিল। সেই সঙ্গে তাঁদের জন্য লাড্ডু ও অন্যান্য কয়েকটি ভারতীয় মিষ্টির পাশাপাশি ঠাণ্ডাইয়ের ব্যবস্থাও করা হয়েছিল। (Pic Courtesy - Louis Cameron Twitter)

টিম হোটেলের মাঠে অজি ক্রিকেটারদের জন্য বিভিন্ন রংয়ের আবির মজুত রাখা হয়েছিল। সেই সঙ্গে তাঁদের জন্য লাড্ডু ও অন্যান্য কয়েকটি ভারতীয় মিষ্টির পাশাপাশি ঠাণ্ডাইয়ের ব্যবস্থাও করা হয়েছিল। (Pic Courtesy – Louis Cameron Twitter)

রং, মিষ্টির আয়োজন যেমন ছিল, তেমনই ব্যাকগ্রাউন্ডে বাজছিল হোলির বিভিন্ন গান। যার মধ্যে ছিল 'ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি' জনপ্রিয় সিনেমার 'বলম পিচকারি' গানও। এ বছরের হোলির সেলিব্রেশন লাবুশেন-কুহনেম্যানদের কাছে বিশেষ স্মরণীয় হয়ে থাকবে। (Pic Courtesy - Louis Cameron Twitter)

রং, মিষ্টির আয়োজন যেমন ছিল, তেমনই ব্যাকগ্রাউন্ডে বাজছিল হোলির বিভিন্ন গান। যার মধ্যে ছিল ‘ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি’ জনপ্রিয় সিনেমার ‘বলম পিচকারি’ গানও। এ বছরের হোলির সেলিব্রেশন লাবুশেন-কুহনেম্যানদের কাছে বিশেষ স্মরণীয় হয়ে থাকবে। (Pic Courtesy – Louis Cameron Twitter)


Most Read Stories

Leave a Reply