Sourav Ganguly: কলকাতায় পা রাখতেই সকল জল্পনাতে জল ঢেলে দিয়েছিলেন রণবীর কাপুর। ‘তু ঝুটি ম্যায় মক্কড়’ ছবির প্রচারে এসে সৌরভ গঙ্গোপাধ্যায়ের বায়োপিক জল্পনাতে মুখ খুলেছিলেন অভিনেতা।
রণবীর কাপুর এবং সৌরভ গঙ্গোপাধ্যায়।
সৌরভ গঙ্গোপাধ্যায়ের (Sourav Ganguly) বায়োপিকের (Biopic) খবর গত কয়েকবছর ধরেই ঘুরে বেড়াচ্ছে নেটপাড়ায়। সেই প্রসঙ্গে একাধিকবার মুখও খুলেছেন খোদ মহারাজ। কিন্তু বায়োপিকের চরিত্রে অভিনয় কে করবেন? প্রথম দিন থেকেই একটা নাম ভাসছিল। সেটা রণবীর কাপুর (Ranbir Kapoor)। সৌরভ ব্যক্তিগত ভাবেও পছন্দ করেন রণবীরকে। এছাড়া মহারাজের অন্যতম প্রিয় নায়ক হৃত্বিক রোশনও। তবে বেহালার বাঁ-হাতির চরিত্রে রণবীর কাপুরের নাম প্রথম দিন থেকেই শোনা যাচ্ছিল। আবারও সেই নামটা প্রবল ভাবে জোরালো হল। শোনা গিয়েছিল ভারতের প্রাক্তন অধিনায়কের বায়োপিকের চরিত্রে অভিনয় করতে পারেন রণবীর। যদিও কিছুই চূড়ান্ত হয়নি। অন্যদিকে শোনা যায় সৌরভও নিজের স্ক্রিপ্টও বেশ খুটিয়ে খুটিয়ে দেখে নিচ্ছেন, চলছে কাজ।
তবে কলকাতায় পা রাখতেই সকল জল্পনাতে জল ঢেলে দিয়েছিলেন রণবীর কাপুর। ‘তু ঝুটি ম্যায় মক্কড়’ ছবির প্রচারে এসে সৌরভ গঙ্গোপাধ্যায়ের বায়োপিক জল্পনাতে মুখ খুলেছিলেন অভিনেতা। জানালেন, তিনি এই বিষয় কিছুই জানেন না। তাঁর কাছে কোনও প্রস্তাবই আসেনি। তিনি করছেন না সৌরভ গঙ্গোপাধ্যায়ের বায়োপিক।
ইডেন গার্ডেন্সে সৌরভ-রণবীরের সাক্ষাৎ হয়। তবে সেখানে থাকল না কোনও বায়োপিক প্রসঙ্গ। কারণ ততক্ষণে সবটা স্পষ্ট করে দিয়েছেন খোদ রণবীর কাপুর। তবে বায়োপিকে কে থাকতে চলেছেন? রণবীর কাপুর যদি না থাকেন, তবে ছবি করবেন কে? এবার ইঠে এল এক অন্য অভিনেতার নাম। বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়েছে আয়ুষ্মান খুরানার নাম। তিনি নাকি বাঁ হাতে খেলেন, যেখানে রণবীর কাপুর খেলেন ডান হাতে। সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে এক্ষেত্রে মিল রয়েছে আয়ুষ্মানের। ফলে শোনা যাচ্ছে প্রস্তাব যেতে পারে ‘অ্যাকশন হিরো’র কাছেই।