প্রথম জয়ের পর ‘ঝুমে জো পাঠান’ গানে নাচ গুজরাট প্লেয়ারদের


TV9 Bangla Digital | Edited By: Dipankar Ghoshal

Updated on: Mar 09, 2023 | 6:37 PM

WPL 2023: উইমেন্স প্রিমিয়ার লিগে প্রথম দু-ম্য়াচেই হেরেছিল গুজরাট জায়ান্টস। এর মধ্যে দ্বিতীয় ম্য়াচে জয়ের দারুণ সুযোগ ছিল তাদের সামনে। শেষ চার ওভারে ৬৪ রান ডিফেন্ড করতে হত। যদিও তাঁরা পারেননি। ইউপি ওয়ারিয়র্সের গ্রেস হ্য়ারিস-সোফি এক্লেস্টনের বিধ্বংসী জুটি ম্য়াচ বের করে নেয়। অবশেষে টুর্নামেন্টে নিজেদের তৃতীয় ম্য়াচে প্রথম জয়ের স্বাদ পেয়েছে গুজরাট জায়ান্টস। সোফিয়া ডাঙ্কলি এবং হরলীন দেওলের বিধ্বংসী ইনিংসে আরসিবিকে ২০১ রানের লক্ষ্য দিয়েছিল তারা। শেষ অবধি ১১ রানে জয়। প্রথম জয়ের পর গুজরাট জায়ান্টস শিবির উচ্ছ্বাসে ভাসবে এমনটাই প্রত্য়াশিত।

Mar 09, 2023 | 6:37 PM

উইমেন্স প্রিমিয়ার লিগে প্রথম দু-ম্য়াচেই হেরেছিল গুজরাট জায়ান্টস। এর মধ্যে দ্বিতীয় ম্য়াচে জয়ের দারুণ সুযোগ ছিল তাদের সামনে। (ছবি : টুইটার)

উইমেন্স প্রিমিয়ার লিগে প্রথম দু-ম্য়াচেই হেরেছিল গুজরাট জায়ান্টস। এর মধ্যে দ্বিতীয় ম্য়াচে জয়ের দারুণ সুযোগ ছিল তাদের সামনে। (ছবি : টুইটার)

শেষ চার ওভারে ৬৪ রান ডিফেন্ড করতে হত। যদিও তাঁরা পারেননি। ইউপি ওয়ারিয়র্সের গ্রেস হ্য়ারিস-সোফি এক্লেস্টনের বিধ্বংসী জুটি ম্য়াচ বের করে নেয়। (ছবি : টুইটার)

শেষ চার ওভারে ৬৪ রান ডিফেন্ড করতে হত। যদিও তাঁরা পারেননি। ইউপি ওয়ারিয়র্সের গ্রেস হ্য়ারিস-সোফি এক্লেস্টনের বিধ্বংসী জুটি ম্য়াচ বের করে নেয়। (ছবি : টুইটার)

অবশেষে টুর্নামেন্টে নিজেদের তৃতীয় ম্য়াচে প্রথম জয়ের স্বাদ পেয়েছে গুজরাট জায়ান্টস। সোফিয়া ডাঙ্কলি এবং হরলীন দেওলের বিধ্বংসী ইনিংসে আরসিবিকে ২০১ রানের লক্ষ্য দিয়েছিল তারা। (ছবি : টুইটার)

অবশেষে টুর্নামেন্টে নিজেদের তৃতীয় ম্য়াচে প্রথম জয়ের স্বাদ পেয়েছে গুজরাট জায়ান্টস। সোফিয়া ডাঙ্কলি এবং হরলীন দেওলের বিধ্বংসী ইনিংসে আরসিবিকে ২০১ রানের লক্ষ্য দিয়েছিল তারা। (ছবি : টুইটার)

শেষ অবধি ১১ রানে জয়। প্রথম জয়ের পর গুজরাট জায়ান্টস শিবির উচ্ছ্বাসে ভাসবে এমনটাই প্রত্য়াশিত। তেমনটাই দেখা গেল গুজরাট জায়ান্টসে। (ছবি : টুইটার)

শেষ অবধি ১১ রানে জয়। প্রথম জয়ের পর গুজরাট জায়ান্টস শিবির উচ্ছ্বাসে ভাসবে এমনটাই প্রত্য়াশিত। তেমনটাই দেখা গেল গুজরাট জায়ান্টসে। (ছবি : টুইটার)

গুজরাট জায়ান্টসের দুই ক্রিকেটার শবনম শাকিল ও হার্লি গালা পাঠান সিনেমার টাইটেল ট্র্য়াক 'ঝুমে জো পাঠান' গানে নাচলেন। এর আগে মিতালি রাজের সঙ্গে 'মানিকে মাগে হিতে' গানেও নেচেছিলেন এই দু-জন। (ছবি : স্ক্রিনগ্র্য়াব)

গুজরাট জায়ান্টসের দুই ক্রিকেটার শবনম শাকিল ও হার্লি গালা পাঠান সিনেমার টাইটেল ট্র্য়াক ‘ঝুমে জো পাঠান’ গানে নাচলেন। এর আগে মিতালি রাজের সঙ্গে ‘মানিকে মাগে হিতে’ গানেও নেচেছিলেন এই দু-জন। (ছবি : স্ক্রিনগ্র্য়াব)

এই দু-জন অবশ্য এখনও ম্য়াচ খেলার সুযোগ পাননি। এখনও অনেক ম্য়াচ বাকি। সুযোগ পাওয়া সময়ের অপেক্ষা। তবে সোশ্য়াল মিডিয়ায় তাদের এই ভিডিয়ো ভাইরাল। (ছবি : স্ক্রিনগ্র্য়াব)

এই দু-জন অবশ্য এখনও ম্য়াচ খেলার সুযোগ পাননি। এখনও অনেক ম্য়াচ বাকি। সুযোগ পাওয়া সময়ের অপেক্ষা। তবে সোশ্য়াল মিডিয়ায় তাদের এই ভিডিয়ো ভাইরাল। (ছবি : স্ক্রিনগ্র্য়াব)

উদ্বোধনী সংস্করণেই জমে উঠেছে উইমেন্স প্রিমিয়ার লিগ। অনবদ্য কিছু পারফরম্য়ান্স দেখা গিয়েছে। রুদ্ধশ্বাস ম্য়াচ দেখা গিয়েছে। (ছবি : স্ক্রিনগ্র্য়াব)

উদ্বোধনী সংস্করণেই জমে উঠেছে উইমেন্স প্রিমিয়ার লিগ। অনবদ্য কিছু পারফরম্য়ান্স দেখা গিয়েছে। রুদ্ধশ্বাস ম্য়াচ দেখা গিয়েছে। (ছবি : স্ক্রিনগ্র্য়াব)

এর পাশাপাশি মাঠের বাইরে বিভিন্ন দলের ক্রিকেটার নানা মুহূর্তও উপভোগ করছেন ক্রিকেটপ্রেমীরা। হোলির দিন যেমন বিদেশি ক্রিকেটাররাও রঙের উৎসবে মেতে উঠেছিলেন। (ছবি : স্ক্রিনগ্র্য়াব)

এর পাশাপাশি মাঠের বাইরে বিভিন্ন দলের ক্রিকেটার নানা মুহূর্তও উপভোগ করছেন ক্রিকেটপ্রেমীরা। হোলির দিন যেমন বিদেশি ক্রিকেটাররাও রঙের উৎসবে মেতে উঠেছিলেন। (ছবি : স্ক্রিনগ্র্য়াব)


Most Read Stories

Leave a Reply