IPL 2023: এটাই হয়তো শেষ আইপিএল হতে চলেছে মহেন্দ্র সিং ধোনির। ‘থালা’কে ঘরের মাঠে দেখার জন্য মুখিয়ে রয়েছেন তাঁর ভক্তরা। তারই মধ্যে অভিনব ফেয়ারওয়েল পেলেন মাহি!
Image Credit source: twitter
নয়াদিল্লি: ৩১ শে মার্চ থেকে শুরু হতে চলেছে আইপিএল (TATA IPL)। প্রথম বারের জন্য এই টুর্নামেন্টের ডিজিটাল সম্প্রচার স্বত্ব পেয়েছে ভায়াকম ১৮ (Viacom 18) নামক সংস্থাটি। চার-ছক্কার হইচই শুরুর ঠিক আগেই ভারতের এক কিংবদন্তি অধিনায়ককে তাদের ব্র্যান্ড অ্যাম্বাসাডর হিসেবে নিযুক্ত করেছে ওই সংস্থা। অধিনায়ক হিসেবে তাঁর পরিসংখ্যানও বেশ ভালো।ইনি হলেন বিশ্বকাপজয়ী প্রাক্তন ভারতীয় অধিনায়ক এমএস ধোনি (MS Dhoni)। ভায়াকম ১৮ এর প্রথম আইপিএলে তিনি ব্র্যান্ড অ্যাম্বাসেডরের দায়িত্ব সামলাবেন। বিস্তারিত জেনে নিন TV9 Bangla-র এই প্রতিবেদনে।
ভায়াকম ১৮ তাদের ব্র্যান্ড অ্যাম্বাসাডর হিসেবে ভারতের সবচেয়ে অত্যন্ত সফল ও চারবার আইপিএলজয়ী অধিনায়ক ‘থালা’কে নিয়োগ করেছে। এই সংস্থার সঙ্গে যুক্ত হতে পারে মাহিও বেশ খুশি। ডিজিটাল মাধ্যমে লাইভ ক্রিকেট ম্যাচ একে অপরের পরিপূরক। এই প্রক্রিয়াকে আরও এগিয়ে যাওয়ার জন্য অগ্রণী ভূমিকা পালন করবেন মাহি। ধোনি বলেছেন, “আমি সত্যিই বিশ্বাস করি, খেলাধুলা সবচেয়ে ভালো উপভোগ করা যায় আরাম করে নিজের বাড়িতে বসে অথবা চলার পথে যান বাহনে। একমাত্র ডিজিটাল মাধ্যমেই নিজের পছন্দ মতো এবং ইচ্ছা মতো দর্শকরা খেলা দেখতে পারেন। এই সংস্থার সঙ্গে যুক্ত হওয়ার জন্য আমি অধীর আগ্রহী।”
ভায়াকম ১৮ স্পোর্টসের কর্ণধার অনিল জয়রাজ বলেছেন, “অধিনায়ক ধোনি কিংবা ম্যাচ উইনার ধোনি কেমন, সকলেরই জানা।কিন্তু ওঁর নম্র ব্যবহার, সততা, স্বচ্ছতার প্রতি আকৃষ্ট হয় সবাই। ধোনি নিজেকে ক্রিকেটের মাধ্যমে অতুলনীয় বেঞ্চমার্ক তৈরি করেছেন। দ্রুত বিকশিত হয়েছেন। সেই জন্যেই ওঁকে বেছে নেওয়া হয়েছে। ওঁর এই গুণ আমাদের লক্ষ্যে পৌঁছতে সাহায্য করবে।”
ভারতের হয়ে ৩৫০টি ওডিআই ম্যাচ খেলেছেন ‘ক্যাপ্টেন কুল’। যার মধ্যে ১০টি সেঞ্চুরি এবং ৭৩টি হাফ সেঞ্চুরির সুবাদে ১২ হাজারেরও বেশি রান রয়েছে তাঁর সংগ্রহে। সিএসকে অর্থাৎ চেন্নাই সুপার কিংসের অধিনায়ক হিসেবে চারটি আইপিএল জিতেছেন তিনি। করোনার পর এ বারের আইপিএল হোম-অ্যাওয়ে ফরম্যাটে ফিরতে চলেছে। চেন্নাইও তাদের ঘরের মাঠে খেলবে। এটাই হয়তো শেষ আইপিএল ধোনির। তাই তাঁকে ঘিরে চেন্নাইয়ের সমর্থকদের উন্মাদনা রয়েছে তুঙ্গে। সব ধরনের ক্রিকেট থেকে সরে এলেও আইপিএলের আগে নিজের সেরাটা দেওয়ার জন্য নেটে উজাড় করে দিচ্ছেন ধোনি।