India vs Australia Live Score, 4th Test 2023, Day 1: বর্ডার গাভাসকর ট্রফিতে আমেদাবাদ টেস্টের আজ প্রথম দিন


TV9 Bangla Digital | Edited By: Sanghamitra Chakraborty

Updated on: Mar 09, 2023 | 8:54 AM

India vs Australia, BGT 2023, Live Score in Bengali: দেখুন ভারত (India) বনাম অস্ট্রেলিয়ার (Australia) চতুর্থ টেস্ট (4th Test) ম্যাচের পুঙ্খানুপুঙ্খ লাইভ আপডেট।

India vs Australia Live Score, 4th Test 2023, Day 1: বর্ডার গাভাসকর ট্রফিতে আমেদাবাদ টেস্টের আজ প্রথম দিন

ভারত (India) বনাম অস্ট্রেলিয়ার (Australia) চতুর্থ টেস্টের লাইভ

Image Credit source: Graphics – TV9Bangla

LIVE Cricket Score & Updates

  • 09 Mar 2023 08:54 AM (IST)

    BGT-র ‘হাইভোল্টেজ’ ম্যাচ

    ভারত বনাম অস্ট্রেলিয়া চতুর্থ টেস্টের প্রিভিউ পড়ুন বিস্তারিত – IND vs AUS, BGT 2023 : সিরিজ নির্ণায়ক ‘হাইভোল্টেজ’ ম্যাচ, নজরে পিচ থেকে একাদশ

  • 09 Mar 2023 08:52 AM (IST)

    মার্ফি কাঁটা উপড়ে ফেলতে পারবেন কোহলি?

    অস্ট্রেলিয়ার তরুণ স্পিনার টড মার্ফির কাছে বারবার বোকা বনে যাচ্ছেন বিরাট কোহলি।

    পড়ুন বিস্তারিত – Murphy vs Kohli: টেস্টে ‘বিরাট’ রানের মাঝে দাঁড়িয়ে মার্ফি

  • 09 Mar 2023 08:51 AM (IST)

    দুই দল পিচ দেখার সুযোগ পেলেও, ওয়ার্ম আপ করতে পারবে না

    আজ নরেন্দ্র মোদী স্টেডিয়ামে ম্যাচের আগে ওয়ার্ম আপ করতে পারবেন না দুই দলের ক্রিকেটাররা।

  • 09 Mar 2023 08:49 AM (IST)

    আজ BGT-র চতুর্থ টেস্টে হাজির থাকবেন দুই দেশের প্রধানমন্ত্রী

    ঐতিহাসিক দিন। আজ BGT-র চতুর্থ টেস্টে হাজির থাকবেন ভারত ও অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী

  • 09 Mar 2023 08:31 AM (IST)

    নজরে আমেদাবাদ টেস্ট

    আজ, ৯ মার্চ আমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে শুরু হবে ভারত বনাম অস্ট্রেলিয়ার চতুর্থ টেস্ট। আর ১ ঘণ্টা পর শুরু হবে আমেদাবাদ টেস্ট।

আমেদাবাদ: আজ, ৯ মার্চ। শুরু হতে চলেছে বর্ডার গাভাসকর ট্রফির (Border-Gavaskar Trophy) চতুর্থ টেস্ট। নাগপুর ও দিল্লি টেস্টে জেতার পর ইন্দোরে সিরিজের তৃতীয় টেস্টে হেরেছে ভারত (India)। ইন্দোরের হোলকার স্টেডিয়ামে তৃতীয় টেস্টে রোহিত শর্মাদের হারিয়ে এ বছরের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের জন্য যোগ্যতা অর্জন করেছে অস্ট্রেলিয়া (Australia)। সেই হারের ধাক্কা সামলে রোহিত-বিরাটদের সামনে রয়েছে আরও একটা নতুন টেস্ট। সরাসরি টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে পৌঁছতে হলে আমেদাবাদে সিরিজের চতুর্থ টেস্টে টিম ইন্ডিয়ার জেতা খুব প্রয়োজন। না হলে অন্যান্য টিমের ফলাফলের দিকে তাকিয়ে থাকতে হবে। এই মুহূর্তে ৪ ম্যাচের বর্ডার-গাভাসকর ট্রফিতে ২-১ ব্যবধানে এগিয়ে রয়েছে ভারত। আমেদাবাদ টেস্টে জিতলেই সিরিজ জিতে যাবে টিম ইন্ডিয়া। বর্ডার গাভাসকর ট্রফির চতুর্থ টেস্টের লাইভ আপডেট দেখতে হলে নজর রাখুন TV9Bangla-র এই লাইভব্লগে।

Published On – Mar 09,2023 8:30 AM



Leave a Reply