জয়ের হ্যাটট্রিক হরমনপ্রীতের মুম্বইয়ের, এক ঝলকে লিগ টেবলের পরিস্থিতি


TV9 Bangla Digital | Edited By: Sanghamitra Chakraborty

Updated on: Mar 10, 2023 | 8:56 AM

Women’s Premier League 2023: চলতি ডব্লিউপিএলের ৫টি দলের সফর শুরু হয়ে গিয়েছে। ইউপি ওয়ারিয়র্স ছাড়া এখনও অবধি বাকি দলগুলি তিনটি করে ম্যাচে খেলেছে।

WPL 2023 Points Table: জয়ের হ্যাটট্রিক হরমনপ্রীতের মুম্বইয়ের, এক ঝলকে লিগ টেবলের পরিস্থিতি

জয়ের হ্যাটট্রিক হরমনপ্রীতের মুম্বইয়ের, এক ঝলকে লিগ টেবলের পরিস্থিতি

Image Credit source: WPL Website

কলকাতা: উইমেন্স প্রিমিয়ার লিগের (Women’s Premier League) প্রথম সংস্করণ বেশ উপভোগ করছেন ক্রিকেট প্রেমীরা। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ চলাকালীন আইপিএলপ্রেমীরা যেমন বিশেষ নজর রাখে পয়েন্ট টেবলের (Points Table) দিকে, তেমনই এ বার থেকে উইমেন্স প্রিমিয়ার লিগ চলাকালীন ক্রিকেট ভক্তরা চোখ রাখবে ডব্লিউপিএলের পয়েন্ট টেবলে। WPL এর উদ্বোধনী সংস্করণে পাঁচটি দল খেলছে। প্রত্যেক ম্যাচে জয়ী দল পায় ২ পয়েন্ট। পাঁচটি দলের মধ্য়ে গ্রুপের খেলার শেষে একেবারে শীর্ষে থাকা দল সরাসরি টুর্নামেন্টের ফাইনালে যোগ্য়তা অর্জন করবে। তারপর দ্বিতীয় ও তৃতীয় স্থানে থাকা দলের মধ্যে আরও একটি ম্যাচ হবে। সেই ম্যাচের জয়ী দল ফাইনালে যাবে। আজ, শুক্রবার, ১০ মার্চ রয়েছে স্মৃতি মান্ধানার রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর (Royal Challengers Bangalore) বনাম অ্যালিসা হিলির ইউপি ওয়ারিয়র্সের (UP Warriorz) ম্যাচ। লক্ষ্মীবারে মুম্বইয়ের ডিওয়াই পাটিল স্টেডিয়ামে মেগ ল্যানিংয়ের দিল্লি ক্যাপিটালসকে হারিয়ে ডব্লিউপিএলে জয়ের হ্যাটট্রিক পূর্ণ করেছে হরমনপ্রীত কৌরের মুম্বই ইন্ডিয়ান্স। TV9Bangla-র এই প্রতিবেদনে জেনে নেওয়া যাক এখনও অবধি হওয়া ডব্লিউপিএলের ৭টি ম্যাচের নিরিখে পয়েন্ট টেবলের শীর্ষে রয়েছে কোন দল…

  1.  এখনও অবধি উইমেন্স প্রিমিয়ার লিগে যে ৭টি ম্যাচ হয়েছে তার পর পয়েন্ট টেবলের শীর্ষস্থান মজবুত করে রয়েছে হরমনপ্রীত কৌরের মুম্বই ইন্ডিয়ান্স। মেয়েদের আইপিএলে জয়ের হ্যাটট্রিক করা প্রথম দল মুম্বই। MI-এর নেট রান রেট +৪.২২৮।
  2. উইমেন্স প্রিমিয়ার লিগের মেয়েদের আইপিএলের লিগ টেবলের দ্বিতীয় স্থানে রয়েছে মেগ ল্যানিংয়ের দিল্লি ক্যাপিটালস। এখনও অবধি ৩টি ম্যাচে খেলে ২টিতে জয় ও ১টিতে হেরেছেন জেমাইমা রডরিগজরা। দিল্লির নেট রান রেট +০.৯৬৫।
  3.  মেয়েদের আইপিএলের পয়েন্ট টেবলের তিন নম্বরে রয়েছে অ্যালিসা হিলির ইউপি ওয়ারিয়র্স। এখনও অবধি ইউপিই একমাত্র দল, যারা চলতি WPL-এ দুটি ম্যাচে খেলেছে। ইউপির নেট রান রেট -০.৮৬৪। আজ হারের হ্যাটট্রিক করা স্মৃতি মান্ধানার আরসিবির বিরুদ্ধে নামবে ইউপি।
  4.  ডব্লিউপিএলের পয়েন্ট টেবলের চতুর্থ স্থানে রয়েছে স্নেহ রানার গুজরাট জায়ান্টস। এখনও অবধি মেয়েদের আইপিএলে ৩টি ম্যাচে খেলে মাত্র ১টিতেই জিতেছে গুজরাট। ফলে লিগ টেবলের চার নম্বরে রয়েছে তারা গুজরাটের নেট রান রেট -২.৩২৭।
  5. এ বারের উইমেন্স প্রিমিয়ার লিগে এখনও অবধি কোনও পয়েন্ট পায়নি স্মৃতি মান্ধানার রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। আরসিবির নেট রান রেট -২.২৮৩। আজ অ্যালিসা হিলির ইউপির বিরুদ্ধে ম্যাচ রয়েছে আরসিবির। হারের হ্যাটট্রিকের যন্ত্রণা ভুলতে জয়ই চান স্মৃতি-হেদাররা। এই ম্যাচ জিতে আরসিবি পয়েন্টের খাতা খুলতে পারে কিনা সেদিকেই নজর থাকবে।

Leave a Reply