শুভমন মারলেন ছয়,বল খুঁজে আনলেন দর্শক


Shubman Gill: এই দু-দিন ধরে ক্রিজে দাপট দেখিয়েছেন অজি ব্যাটাররা। নাগপুর, দিল্লি এবং ইন্দোরের পিচের মতো পিচ নয় আমেদাবাদের। ব্যাটাররা ভালো করছেন। অজিদের পর এ বার ভারতের ব্যাটারদের রান করার পালা।

Image Credit source: twitter

আমেদাবাদ: বর্ডার গাভাসকর ট্রফির (Border-Gavaskar Trophy) চতুর্থ ম্যাচে বেশ মজবুত পরিস্থিতিতে অস্ট্রেলিয়া। শেষ হয়েছে তাঁদের প্রথম ইনিংস। ভারতের প্রথম ইনিংসে ওপেন করছেন রোহিত শর্মা (Rohit Sharma) ও শুভমন গিল (Shubman Gill)। দু-জনেই ভালো ছন্দে ব্যাটিং করছেন। দ্বিতীয় দিনের শেষে বিনা উইকেটে ৩৬ রান তুলে নিয়েছে ভারত। বল হারানোর ঘটনাটি দিনের শেষ তথা দশম ওভারের। ক্রিজে তখন শুভমন গিল। বল হাতে নাথান লিয়ঁ। ধারাভাষ্যকাররা বলছিলেন, বীরেন্দ্র সেওয়াগ হয়তো এমন পরিস্থিতিতেও স্টেপ আউট করতেন। ঠিক তারপরই নাথান লিয়ঁর একটি ডেলিভারিতে স্টেপ আউট করে ছক্কা হাঁকান শুভমন গিল। সেই বল গিয়ে পড়লো সাইটস্ক্রিনের ওপরের দিকে। কিন্তু বল খুঁজে পাওয়া যাচ্ছিল না। বিস্তারিত জেনে নিন TV9 Bangla-র এই প্রতিবেদনে।

শুভমনের হাঁকানো ছক্কায় বলটি গিয়ে আটকে যায় সাইট স্ক্রিনের উপরের গ্য়ালারিতে চেয়ার ঢাকা কাপড়ে। অনেকক্ষণ ধরেই  সেটি খোঁজার চেষ্টা করেন এক দর্শক। বাকিরা তাঁকে বোঝাচ্ছিলেন, ঠিক কোন জায়গায় বলটা পড়েছে। শেষমেশ বল খুঁজে পাওয়ার আশা ছেড়ে দিয়ে নতুন বল বেছে নিতে শুরু করেন আম্পায়াররা। মাঠে নতুন বল বাছা হলেও, দর্শকদের একজন কিন্তু তখনও হাল ছাড়েননি। আম্পায়াররা তাঁকে সরে যাওয়ার ইশারা করতে থাকেন। লক্ষ্য স্থির রেখে বল খোঁজা থামাননি। হঠাৎই খুঁজে পান। ব্যস, আর রাখে কে! মুহূর্তের মধ্যে স্টেডিয়ামে উপস্থিত সকল চিত্রগ্রাহকদের আকর্ষণ করেন ওই তরুণ। প্রত্যেকটি ক্যামেরাতেই তাঁর ছবি ফুটে ওঠে। হারিয়ে যাওয়া বল খুঁজে দিয়ে স্টেডিয়ামেই ভাইরাল হলে গেলেন তিনি।

চলতি টেস্টে দ্বিতীয় দিনে ৪৮০ রানে শেষ হয়েছে অজিদের প্রথম ইনিংস। অজিদের হয়ে সেঞ্চুরি হাঁকান ক্যামেরন গ্রিন ও উসমান খোয়াজা। যথাক্রমে ১১৪ ও ১৮০ রান করে আউট হয়ে সাজঘরে ফেরেন দুজনেই। এই দু-দিন ধরে ক্রিজে দাপট দেখিয়েছেন অজি ব্যাটাররা। নাগপুর, দিল্লি এবং ইন্দোরের পিচের মতো পিচ নয় আমেদাবাদের। ব্যাটাররা ভালো করছেন। অজিদের পর এ বার ভারতের ব্যাটারদের রান করার পালা।

Leave a Reply