জেনে নিন কখন এবং কীভাবে দেখবেন ডব্লিউপিএলে UPW vs MI-এর ম্যাচ


UP Warriorz vs Mumbai Indians Live Streaming: শুরু হয়ে গিয়েছে ডব্লিউপিএল। রবিবার, টুর্নামেন্টের নবম ম্যাচে মুখোমুখি হবে অ্যালিসা হিলির ইউপি ওয়ারিয়র্স এবং হরমনপ্রীত কৌরের মুম্বই ইন্ডিয়ান্স।

জেনে নিন কখন এবং কীভাবে দেখবেন ডব্লিউপিএলে ইউপি ওয়ারিয়র্স বনাম মুম্বই ইন্ডিয়ান্সের ম্যাচ

Image Credit source: Graphics – TV9Bangla

মুম্বই: অপেক্ষার অবসান হয়েছে। বহু প্রতীক্ষিত উইমেন্স প্রিমিয়ার লিগ শুরু হয়ে গিয়েছে। এতদিন ছেলেদের আইপিএল নিয়েই শুধু মাতামাতি ছিল, এখন ক্রিকেট ভক্তরা বেশ উপভোগ করছে মেয়েদের আইপিএল। ডব্লিউপিএল নিয়ে উত্তেজনা দিন দিন বেড়ে চলেছে। WPL-এর উদ্বোধনী সংস্করণে অংশ নিয়েছে ৫টি দল। টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হবে ২৬ মার্চ। আগামী কাল রবিবার রয়েছে অ্যালিসা হিলির ইউপি ওয়ারিয়র্স (UP Warriorz) এবং হরমনপ্রীত কৌরের মুম্বই ইন্ডিয়ান্সের (Mumbai Indians) ম্যাচ। চলতি ডব্লিউপিএলে জয়ের হ্যাটট্রিক করে লিগ টেবলের শীর্ষে রয়েছে মুম্বই। তিনটি ম্যাচে খেলে ২টি জয় ও ১টি হারের পর লিগ টেবলের তিন নম্বরে রয়েছে ইউপি। এখনও অবধি মুম্বই যেহেতু একটি ম্যাচেও হারেনি, তাই ইউপির লক্ষ্য থাকবে স্মৃতিদের হারিয়ে ২ পয়েন্ট তুলে নেওয়ার। অন্যদিকে মুম্বই চাইবে উইমেন্স প্রিমিয়ার লিগে জয়ের ধারা বজায় রাখতে। TV9Bangla-র এই প্রতিবেদনে জেনে নিন কখন, কীভাবে দেখবেন ডব্লিউপিএলের প্রথম সংস্করণের দশম ম্যাচ।

ইউপি ওয়ারিয়র্স বনাম মুম্বই ইন্ডিয়ান্সের ম্যাচটি কবে হবে?

ইউপি ওয়ারিয়র্স বনাম মুম্বই ইন্ডিয়ান্সের ম্যাচটি (১২ মার্চ) আগামী কাল, রবিবার হবে।

ইউপি ওয়ারিয়র্স বনাম মুম্বই ইন্ডিয়ান্সের ম্যাচটি কোথায় হবে?

ইউপি ওয়ারিয়র্স বনাম মুম্বই ইন্ডিয়ান্সের ম্যাচটি মুম্বইয়ের ব্রেবোর্ন স্টেডিয়ামে হবে।

ইউপি ওয়ারিয়র্স বনাম মুম্বই ইন্ডিয়ান্সের ম্যাচটি কখন শুরু হবে?

ভারতীয় সময় অনুসারে ইউপি ওয়ারিয়র্স বনাম মুম্বই ইন্ডিয়ান্সের ম্যাচটি শুরু হবে সন্ধ্যা ৭টা ৩০ নাগাদ। ম্যাচের আগে ৭টা নাগাদ টস হবে।

কোথায় দেখা যাবে ইউপি ওয়ারিয়র্স বনাম মুম্বই ইন্ডিয়ান্সের ম্যাচের লাইভ স্ট্রিমিং?

ইউপি ওয়ারিয়র্স বনাম মুম্বই ইন্ডিয়ান্সের ম্যাচটির লাইভ স্ট্রিমিং (Live streaming) দেখা যাবে টিভিতে স্পোর্টস ১৮। মোবাইলে মেয়েদের আইপিএল ম্যাচের লাইভ স্ট্রিমিং দেখা যাবে জিও সিনেমা অ্যাপ্লিকেশনে। পাশাপাশি উইমেন্স প্রিমিয়ার লিগের প্রতিটি ম্যাচের লাইভ আপডেট দেখতে পাওয়া যাবে TV9Bangla ওয়েবসাইটে।

ইউপি ওয়ারিয়র্স স্কোয়াড: সোফি এক্লেস্টন, দীপ্তি শর্মা, তাহিলা ম্য়াকগ্রা, শাবনিম ইসমাইল, অ্যালিসা হিলি (অধিনায়ক), অঞ্জলী সর্বানী, রাজেশ্বরী গায়কোয়াড়, পার্শ্ববী চোপড়া, শ্বেতা শেরাওয়াত, সোপাধন্দী যশশ্রী, কিরণপ্রভু নবগীরে, গ্রেস হ্য়ারিস, দেবিকা বৈদ্য়, দয়ালান হেমলতা, লরেন বেল, লক্ষ্মী যাদব, সিমরন শেখ।

মুম্বই ইন্ডিয়ান্স স্কোয়াড: হরমনপ্রীত কৌর (অধিনায়ক), ন্য়াট সিবার, যস্তিকা ভাটিয়া, অ্য়ামেলিয়া কের, অমনজ্যোৎ কৌর, ক্লো ট্রায়ন, পূজা বস্ত্রকার, ধারা গুজ্জর, সাইকা ইসাক, সোনম যাদব, হেইলি ম্যাথুজ, হেদার গ্রাহাম, হুমাইরা কাজি, ইসি ওং, জিন্তিমনি কলিতা, নীলম বিস্ত, প্রিয়াঙ্কা বালা।

Leave a Reply