প্রথম সেশনেই রং বদলে যেতে পারে


Updated on: Jan 01, 1970 | 5:30 AM

India vs Australia Live Score, 4th Test 2023, Day 3: প্রথম সেশনেই রং বদলে যেতে পারে

Image Credit source: OWN Photograph

আমেদাবাদ: বর্ডার-গাভাসকর ট্রফির চতুর্থ টেস্টে প্রথম দু-দিন ব্যাকফুটে ভারতীয় দল। টসে হার এবং অস্ট্রেলিয়ার ৪৮০-র স্কোর ভারতকে কোণঠাসা করে রেখেছে। সিরিজে ২-১ এগিয়ে থাকলেও এই ম্যাচ খুবই গুরুত্বপূর্ণ। অস্ট্রেলিয়ার কাছে শুধুমাত্র মর্যাদারক্ষার হলেও ভারতের টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল নির্ভর করছে এই ম্যাচে ফলের ওপরই। জিতলে ফাইনাল নিশ্চিত। হারলে কিংবা ড্র-হলেও জটিল অঙ্কের দিকে তাকিয়ে থাকতে হবে। এই ম্যাচে ঘুরে দাঁড়াতে তৃতীয় দিনের প্রথম সেশন খুবই গুরুত্বপূর্ণ। দ্বিতীয় দিনের শেষে ভারত কোনও উইকেট হারায়নি। রান রেট ছিল ৩.৬। প্রথম সেশনে শুভমন গিল-রোহিত শর্মা জুটি অবিচ্ছিন্ন থাকলে ঘুরে দাঁড়ানো সম্ভব। টপ অর্ডার ব্য়াটাররা রান না পেলে এই ম্য়াচে ঘুরে দাঁড়ানো কঠিন। বর্ডার-গাভাসকর ট্রফিতে ভারত-অস্ট্রেলিয়া আমেদাবাদ টেস্টের তৃতীয় দিনের লাইভ আপডেটের জন্য নজর রাখুন TV9Bangla-র এই পেজে।

LIVE Cricket Score & Updates

Leave a Reply