Chess: নিজের নির্যাতিত হওয়ার ঘটনাও প্রকাশ্যে এনেছেন সুজান। তিনি লেখেন, ‘৫০ বছরেরও বেশি সময় ধরে চেস খেলায় মহিলাদের নির্যাতিত হওয়ার কথা শুনে এসেছি। এমনকি আমাকেও বহুবার নির্যাতিত হতে হয়েছে। যে ভাবেই হোক এই নির্যাতনের বিরুদ্ধে আমাদের যুদ্ধ চালিয়ে যেতে হবে। যারা সাহস দেখিয়ে এই সমস্ত নির্যাতনের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন আমাদের প্রত্যেকের উচিত তাঁদের সমর্থন করা।’
Image Credit source: twitter
নিউ ইয়র্ক: সবধরনের খেলা থেকেই শারীরিক নির্যাতনের অভিযোগ আসে। ক্রিকেট থেকে ফুটবল, টেনিস থেকে চেস প্রত্যেক খেলার সঙ্গেই জড়িয়ে আছে নির্যাতনের দাগ। দুর্ভাগ্যবশত প্রায় প্রতিক্ষেত্রেই নির্যাতিত হয়ে এসেছেন মহিলা খেলোয়াড়রা। এ বার নির্যাতনের অভিযোগ সামনে আনলেন আমেরিকান চেস গ্র্যান্ডমাস্টার সুজান পোলগার (Susan Polgar)। সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে এ বিষয়ে ক্ষোভ উগরে দিয়েছেন তিনি। ইতিমধ্যেই আটজন চেস প্লেয়ারের করা অভিযোগের জেরে সেন্ট লুই চেস ক্লাব থেকে পদত্যাগ করেছেন গ্র্যান্ডমাস্টার আলেজান্দ্রো ব়্যামিরেজ (Alejandro Ramirez)। এই আটজনই ব়্যামিরেজের বিরুদ্ধে যৌন নিগ্রহের অভিযোগ তুলেছেন। এর পর পোলগারের এই অভিযোগে এখন প্রশ্নের মুখে বিশ্ব চেস। কী সেই অভিযোগ? বিস্তারিত জেনে নিন TV9 Bangla-র এই প্রতিবেদনে।
টুইটার হ্যান্ডেলে এ বিষয়ে ক্ষোভ উগড়ে দিয়েছেন গ্র্যান্ডমাস্টার সুজান পোলগার। দাবার জগতে যৌন নিগ্রহের জল বহুদূর গড়িয়েছে। এমনকি এই নিগ্রহকে সংস্থাগত বলেও বিদ্রুপ করেছেন তিনি। টুইটার হ্যান্ডেলে তিনি লিখেছেন, ‘যতবারই এই অভিযোগগুলি সামনে এসেছে ততবারই সেগুলি চাপা পড়ে গিয়েছে। এমনকি আমাদের সঙ্গে হওয়া নির্যাতনের জন্য আমাদেরকেই দোষারোপ করা হয়েছে। আমাদের অনেককেই জনপ্রিয় হয়ে ওঠারও অভিযোগ শুনতে হয়েছে। কিন্তু কোনও চেস প্লেয়ারের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়নি। কেন?’ প্রশ্ন তুলেছেন সুজান। তিনি আরও লিখেছেন, ‘নির্যাতিতরা যখন এ বিষয়ে মুখ খুলতে গিয়েছেন, তখনই তাঁরা প্রতিশোধের পাত্র হয়েছেন। এরকম অনেক পরিচিত পুরুষ চেস প্লেয়ার আছেন যাদের বিরুদ্ধে মহিলা খেলোয়াড়/কোচ/আর্বিটারস/স্বেচ্ছাসেবকদের নির্যাতনের অভিযোগ রয়েছে।’
নিজের নির্যাতিত হওয়ার ঘটনাও প্রকাশ্যে এনেছেন সুজান। তিনি লেখেন, ‘৫০ বছরেরও বেশি সময় ধরে চেস খেলায় মহিলাদের নির্যাতিত হওয়ার কথা শুনে এসেছি। এমনকি আমাকেও বহুবার নির্যাতিত হতে হয়েছে। যে ভাবেই হোক এই নির্যাতনের বিরুদ্ধে আমাদের যুদ্ধ চালিয়ে যেতে হবে। যারা সাহস দেখিয়ে এই সমস্ত নির্যাতনের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন আমাদের প্রত্যেকের উচিত তাঁদের সমর্থন করা।’