Border-Gavaskar Trophy: ভবিষ্যৎ তারকার শতরানে যখন বিরাট কোহলি হাসি মুখে হাততালি দেন সেই দৃশ্য বন্দী করে রাখার মতোই। অস্ট্রেলিয়া প্রথম ইনিংসে ৪৮০ রান করে ভারতকে চাপে রেখেছিল। শুভমন-বিরাট পাল্টা চাপে রাখলেন অজিদের।
Image Credit source: twitter
আমেদাবাদ: বিরাটের ব্যাট জ্বলে উঠলে, বাকিরা শুধুই দর্শক। শতরান এখনও হয়নি। তবে তাঁর ধৈর্য আরও ভালো কিছুরই ইঙ্গিত দিচ্ছে। বর্তমান প্রজন্মের সেরা ব্য়াটার এবং ভবিষ্যৎ। দু-জনের থেকেই অনবদ্য ইনিংস এল। প্রথম জন নিঃসন্দেহে বিরাট কোহলি, দ্বিতীয় জন শুভমন গিল। ভবিষ্যৎ তারকার শতরানে যখন বিরাট কোহলি হাসি মুখে হাততালি দেন সেই দৃশ্য বন্দী করে রাখার মতোই। অস্ট্রেলিয়া প্রথম ইনিংসে ৪৮০ রান করে ভারতকে চাপে রেখেছিল। শুভমন-বিরাট পাল্টা চাপে রাখলেন অজিদের। প্রথম সেশনে ভালো খেলছিলেন আগের দিনের অপরাজিত ওপেনিং জুটি। রোহিত লুজ শটে ৩৫ রানে ফেরেন। সেই অস্বস্তি কাটতে খুব বেশি সময় লাগেনি। বরং দিনের শেষে ভারতীয় শিবিরে এক রাশ স্বস্তি। আমেদাবাদ টেস্টের তৃতীয় দিনের বিস্তারিত রিপোর্ট TV9Bangla-য়।
দিনের খেলার ৭০ শতাংশ সময়ের নায়ক যদি শুভমন গিল হন, বাকি ৩০ শতাংশ নিঃসন্দেহে বিরাট কোহলির। প্রথম সেশনে একমাত্র রোহিতের উইকেট হারিয়ে ৯৩ স্কোরে পৌঁছায় ভারত। শুভমন গিল-চেতেশ্বর পূজারা জুটি দ্বিতীয় সেশনের শুরুতে সমস্যায় পড়েন। রিভার্স সুইং হচ্ছিল। মিচেল স্টার্ক-ক্যামেরন গ্রিন কিছুটা অস্বস্তিতে রাখেন। দু-দিক থেকে স্পিনার এনেও চাপে রাখার চেষ্টা করেন স্টিভ স্মিথ। শুভমনের ক্ষেত্রে সেই পরিকল্পনা কাজে দেয়নি। চেতেশ্বর পূজারা ভালো খেলছিলেন। কিন্তু অফ স্পিনার টড মার্ফি রাউন্ড দ্য উইকেট বোলিংয়ে চাপে ফেলেন। মার্ফির বলেই লেগ বিফোর হন ৪২ রানে।
বিস্তারিত আসছে…