India vs Australia, BGT 2023, Live Score in Bengali: দেখুন ভারত (India) বনাম অস্ট্রেলিয়ার (Australia) চতুর্থ টেস্ট (4th Test) ম্যাচের পুঙ্খানুপুঙ্খ লাইভ আপডেট।
Image Credit source: Graphics – TV9Bangla
LIVE Cricket Score & Updates
-
12 Mar 2023 09:00 AM (IST)
ভারতের মাটিতে প্রথম টেস্ট সেঞ্চুরি করে কী বললেন গিল?
ভারতের মাটিতে কেরিয়ারের প্রথম টেস্ট সেঞ্চুরি করেছেন শুভমন গিল। দেশের মাটিতে শতরান হাঁকিয়ে কী বললেন গিল? দেখুন ভিডিয়ো —
Of his maiden Test ???? in India to making the most of batting at the Narendra Modi Stadium ????️
Presenting a conversation full of smiles ???? ft. Ahmedabad centurion @ShubmanGill & @cheteshwar1 ???? – By @RajalArora
FULL INTERVIEW ???????? #TeamIndia | #INDvAUShttps://t.co/IcCiO4Vuxc pic.twitter.com/uVEFurOl40
— BCCI (@BCCI) March 12, 2023
-
12 Mar 2023 08:40 AM (IST)
আজ আসবে কি কোহলির ব্যাটে সেঞ্চুরি?
BGT-র শেষ টেস্টের তৃতীয় দিনের শেষে ৫৯ রানে অপরাজিত রয়েছেন বিরাট কোহলি। ২০১৯ সালের পর থেকে তাঁর ব্যাটে টেস্ট সেঞ্চুরি নেই। ফলে চতুর্থ দিন ভিকের ব্যাটে সেঞ্চুরি এলে সোনায় সোহাগা হবে।
-
12 Mar 2023 08:31 AM (IST)
আজ BGT-র শেষ টেস্টের চতুর্থ দিন
আজ রবিবার, BGT-র শেষ টেস্টের চতুর্থ দিন। একঘণ্টা পর শুরু হবে চতুর্থ দিনের খেলা
আমেদাবাদ: বর্ডার-গাভাসকর ট্রফির (Border-Gavaskar Trophy) চতুর্থ, শেষ টেস্টের প্রথম দু’দিন ব্যাকফুটে ছিল ভারতীয় দল। প্রথমে টসে হার, তারপর অস্ট্রেলিয়ার প্রথম ইনিংসে ৪৮০ রান ভারতকে কোণঠাসা করে রেখেছিল। সিরিজে ২-১ এগিয়ে থাকলেও ভারতীয় দলের কাছে আমেদাবাদ টেস্টটা খুবই গুরুত্বপূর্ণ। অস্ট্রেলিয়ার কাছে এই ম্যাচ শুধুমাত্র মর্যাদারক্ষার হলেও, ভারতের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল নির্ভর করছে এই ম্যাচে রেজাল্টের ওপরই। ভারত জিতলে WTC ফাইনালে খেলা নিশ্চিত। হারলে কিংবা ড্র হলেও জটিল অঙ্কের দিকে তাকিয়ে থাকতে হবে রোহিতদের। তৃতীয় দিন শুভমন গিল ১২৮ রানের অনবদ্য ইনিংস খেলেন। তৃতীয় দিনের শেষে ক্রিজে ৫৯ রানে অপরাজিত রয়েছেন বিরাট কোহলি। তাঁর সঙ্গে ১৬ রানে অপরাজিত রয়েছেন রবীন্দ্র জাডেজা। চতুর্থ দিনের প্রথম সেশনে ভারত কোনও উইকেট না হারালে অস্ট্রেলিয়ার স্কোর পেরিয়ে যেতে সমস্য়া হবে না। তৃতীয় দিনের শেষে ভারত পিছিয়ে রয়েছে ১৯১ রানে। বর্ডার গাভাসকর ট্রফির চতুর্থ টেস্টের লাইভ আপডেট দেখতে হলে নজর রাখুন TV9Bangla-র এই লাইভব্লগে।
Published On – Mar 12,2023 8:30 AM