LLC 2023: লেজেন্ডস লিগে ওয়ার্নের ‘বল অফ দ্য সেঞ্চুরি’-র স্মৃতি ফেরালেন হরভজন


TV9 Bangla Digital | Edited By: Sanghamitra Chakraborty

Updated on: Mar 12, 2023 | 9:53 AM

World Giants vs India Maharajas: এই নিয়ে টানা দ্বিতীয় ম্যাচে হারল গৌতম গম্ভীরের ইন্ডিয়া মহারাজাস। শনিবার, ১১ মার্চের ম্যাচে মাত্র ২ রানে জিতেছে অ্যারন ফিঞ্চের ওয়ার্ল্ড জায়ান্টস।

LLC 2023: লেজেন্ডস লিগে ওয়ার্নের 'বল অফ দ্য সেঞ্চুরি'-র স্মৃতি ফেরালেন হরভজন

লেজেন্ডস লিগে ওয়ার্নের ‘বল অফ দ্য সেঞ্চুরি’-র স্মৃতি ফেরালেন হরভজন

দোহা: লেজেন্ডস লিগ ক্রিকেটে (Legends League Cricket) ফিরল অজি কিংবদন্তি শেন ওয়ার্নের (Shane Warne) ‘বল অফ দ্য সেঞ্চুরি’-র স্মৃতি। ৩০ বছর আগে, ১৯৯৩ সালে ম্যাঞ্চেস্টারে অ্যাশেজ সিরিজের প্রথম টেস্টে ২৪ বছরের শেন ওয়ার্ন ইংল্যান্ডের ওই সময়ের অন্যতম সেরা ব্যাটার মাইক গ্যাটিংকে (Mike Gatting) একটি দুর্দান্ত বল করেছিলেন, যা পুরো বিশ্বকে চমকে দিয়েছিল। সেই বলটি অনেক টার্ন নেওয়ায় গ্যাটিং বোল্ড হয়ে যান। যার জন্য ওই বলটিকে ‘বল অফ দ্য সেঞ্চুরি’ বলা হয়। এ বার দোহায় চলতি লেজেন্ডস লিগ ক্রিকেটে ওয়ার্নির বিশেষ বলের স্মৃতি ফেরালেন ভারতের প্রাক্তন তারকা ক্রিকেটার হরভজন সিং (Harbhajan Singh)। টার্বুনেটরের শিকার ক্যারিবিয়ান কিংবদন্তি ক্রিস গেইল। ইউনিভার্সাল বসকে যেভাবে ক্লিন বোল্ড করেন ভাজ্জি, তাতে তিনি হতভম্ব হয়ে দাঁড়িয়ে দেখেন। হরভজন নিজেও বেশ চমকে যান। সেই ভিডিয়ো এখন নেটদুনিয়ায় ভাইরাল। বিস্তারিত জেনে নিন TV9Bangla-র এই প্রতিবেদনে।

বিস্তারিত আসছে…

Leave a Reply