Virat Kohli: দশ সাল বাদ…অস্ট্রেলিয়ার বিরুদ্ধে এক দশক পর সেঞ্চুরি বিরাটের


১২০৫ দিন পর টেস্টে আবার সেঞ্চুরি কোহলির। পাশাপাশি ১০বছর পর অজিদের বিরুদ্ধে ঘরের মাঠে তিন অঙ্কের রানে পৌঁছলেন তিনি।

Image Credit source: Twitter

আমেদাবাদ: অবশেষে তিন বছর ৩ মাস ১৮ দিনের প্রতীক্ষার পর বিরাট কোহলির (Virat Kohli) ব্যাট থেকে এল সেঞ্চুরি। বর্ডার-গাভাসকর ট্রফির (Border-Gavaskar Trophy) চতুর্থ টেস্টের প্রথম ইনিংসে ‘ বিরাট ‘ প্রতীক্ষার অবসান ঘটালেন কোহলি। ২৪১ বলে সেঞ্চুরি করে কেরিয়ারের ২৮তম টেস্ট সেঞ্চুরি তুলে নিলেন তিনি। চলতি টেস্টে ইতিমধ্যেই শতরান করেছেন গিল। তারপর কিং কোহলির ব্যাটে এখন ভারতও পাল্টা জবাব দিতে প্রস্তুত।তিন বছর পর টেস্টে সেঞ্চুরি খরা তো বটেই, সেইসঙ্গে আরও বেশ কিছু প্রতীক্ষার অবসান ঘটালেন কোহলি। কী সেই প্রতীক্ষা? বিস্তারিত রইল TV9 Bangla-র এই প্রতিবেদনে।

১০ বছর কিন্তু কম সময় নয়। প্রায় এক যুগ। এই সেঞ্চুরির সাহায্যে ১০বছর পর অজিদের বিরুদ্ধে ঘরের মাঠে শতরান করলেন বিরাট কোহলি। গত বছর এশিয়া কাপে সেঞ্চুরি করে সীমিত ওভারের ক্রিকেটে শতরানের খরা আগেই কাটিয়েছেন। এবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ঘরের মাঠে টেস্টে সেঞ্চুরির খরাও কাটালেন তিনি। ২০১৯ সালে বাংলাদেশের বিরুদ্ধে গোলাপি বলের টেস্টে শতরান করেছিলেন। তারপরে ২৩টি টেস্ট খেলেছেন। কেটে গিয়েছে ১২০৫ দিন। অবশেষে পৌঁছলেন তিন অঙ্কের রানে। শুধু তাই নয়, এই সেঞ্চুরি দিয়ে ৪০ ইনিংস পর স্টেডিয়ামে ব্যাট তুলে আবার গলার লকেটে চুমু খাওয়ার সুযোগ পেলেন তিনি।

টেস্ট ক্রিকেটে বিরাটের ২৮ তম এবং আন্তর্জাতিক কেরিয়ারে ৭৫ তম সেঞ্চুরি এটি। তাঁর সেঞ্চুরির পর মেতে উঠেছেন বিরাট ভক্তরা। সোশ্যাল মিডিয়ায় কোহলির স্তুতিগান। ভালোবাসা উজাড় করে দিচ্ছেন অনুরাগীরা। কেউ কেউ নিজের ঘরের টিভি সেটে কোহলির সেঞ্চুরির মুহুর্ত ভিডিয়ো করে পোস্ট করছেন। সবকিছুতেই বইছে ভালোবাসার স্রোত।



Leave a Reply