Border-Gavaskar Trophy: টানা চতুর্থ বার বর্ডার-গাভাসকর ট্রফি ভারতের দখলেই। অস্ট্রেলিয়ার মাটিতে সিরিজ জয়ের পর এ বার ঘরের মাঠেও টেস্ট সিরিজ জিতল ভারতই।
আমেদাবাদ: রুদ্ধশ্বাস একটা ম্য়াচের অপেক্ষা ছিল। কিন্তু ম্য়াচ নিষ্ফলাই থাকল। প্রথম তিন ম্য়াচের ভিন্ন রূপ আমেদাবাদে। নাগপুর ও দিল্লি টেস্টে জিতেছিল ভারত। ইন্দোর টেস্টে জেতে অস্ট্রেলিয়া। গত ম্যাচগুলি তিন দিনের মধ্যেই শেষ হয়ে গিয়েছিল। যা নিয়ে প্রচুর সমালোচনাও হয়। স্পিন সহায়ক পিচ তৈরি করা নিয়ে ব্য়াপক বিতর্ক হয়। বিশেষ করে ইন্দোর ম্য়াচে বেশি বিতর্ক হয়েছে। ম্য়াচ তিন দিনেই শুধু শেষ হওয়া নয়, আইসিসি ইন্দোরের পিচকে খারাপ রেটিং দিয়েছে আইসিসি। বিশ্বের সবচেয়ে বড় ক্রিকেট স্টেডিয়ামে সিরিজ নির্ণায়ক ম্য়াচ ছিল। অস্ট্রেলিয়ার কাছে সুযোগ ছিল ম্যাচ জিতে সিরিজ ড্র করার। ভারতের লক্ষ্য ছিল ম্য়াচ জিতে বিশ্ব টেস্ট চ্য়াম্পিয়নশিপের ফাইনাল নিশ্চিত করা। কিন্তু ভারতের ফাইনাল আগেই নিশ্চিত হয়ে যাওয়ায় শেষ দিন বিনোদনের ম্য়াচ দেখা গেল। আমেদাবাদ টেস্টের পঞ্চম দিনের বিস্তারিত রিপোর্ট TV9Bangla-য়।
বিস্তারিত আসছে…