India vs Australia, BGT 2023, Live Score in Bengali: দেখুন ভারত (India) বনাম অস্ট্রেলিয়ার (Australia) চতুর্থ টেস্ট (4th Test) ম্যাচের পুঙ্খানুপুঙ্খ লাইভ আপডেট।
Image Credit source: OWN Photograph
LIVE Cricket Score & Updates
-
13 Mar 2023 08:40 AM (IST)
থ্রিলারের অপেক্ষা
আমেদাবাদ টেস্টের শেষ দিন থ্রিলারের অপেক্ষা। অস্ট্রেলিয়া পিছিয়ে ৮৮ রানে। ভারতীয় শিবিরে শ্রেয়স আইয়ারের চোট। প্রথম ইনিংসে ব্য়াট করতে পারেননি। তেমনই অজি শিবিরেও চিন্তা রয়েছে। প্রথম ইনিংসে শতরান করা উসমান খোয়াজা ব্য়াট করতে পারবেন কী না, ধোঁয়াশা রয়েছে। দু-দলই কার্যত এক ব্য়াটার নিয়েই হয়তো দ্বিতীয় ইনিংস খেলবে। শেষ দিন রুদ্ধশ্বাস সমাপ্তি হতে পারে আমেদাবাদ টেস্টের। লাইভ আপডেটের জন্য় নজর রাখুন TV9Bangla-র এই পেজে।
আমেদাবাদ: বর্ডার-গাভাসকর ট্রফির চতুর্থ টেস্টে প্রথম দু-দিন ব্যাকফুটে ছিল ভারতীয় দল। টসে হার এবং অস্ট্রেলিয়ার ৪৮০-র স্কোর ভারতকে কোণঠাসা করে রেখেছিল। সিরিজে ২-১ এগিয়ে থাকলেও এই ম্যাচ খুবই গুরুত্বপূর্ণ। অস্ট্রেলিয়ার কাছে শুধুমাত্র মর্যাদারক্ষার হলেও ভারতের টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল নির্ভর করছে এই ম্যাচে ফলের ওপরই। জিতলে ফাইনাল নিশ্চিত। হারলে কিংবা ড্র-হলেও জটিল অঙ্কের দিকে তাকিয়ে থাকতে হবে। ম্যাচের প্রথম দুদিন অস্ট্রেলিয়ার হলেও গত দু দিন ভারতের দখলেই। শুভমন গিল এবং কোহলির বিরাট শতরানে এই ম্যাচে ঘুরে দাঁড়িয়েছে ভারত। প্রাথমিক ভাবে মনে হচ্ছে, ড্রয়ের দিকেই এগচ্ছে এই টেস্ট। তবে চতুর্থ দিনের শেষে ভারত ৮৮ রানে এগিয়ে। পঞ্চম দিন নাটকীয় হয়েও উঠতে পারে। ভারত যদি প্রথম দু-সেশনের মধ্যে অস্ট্রেলিয়াকে ২৫০ রানের মধ্যে অলআউট করতে পারে। শেষ সেশনে আস্কিং রান রেট ৩-এর কাছাকাছি থাকলেও জয়ের মরিয়া চেষ্টা করতে পারে ভারত। একটা রুদ্ধশ্বাস সমাপ্তি হতে পারে এই টেস্টের। বর্ডার-গাভাসকর ট্রফিতে ভারত-অস্ট্রেলিয়া আমেদাবাদ টেস্টের পঞ্চম দিনের লাইভ আপডেটের জন্য নজর রাখুন TV9Bangla-র এই পেজে।
Published On – Mar 13,2023 8:30 AM