সেলিব্রেশনের মুহূর্তগুলো যেন বলছে, ‘আমরা পেরেছি’


TV9 Bangla Digital | Edited By: Dipankar Ghoshal

Updated on: Mar 13, 2023 | 11:40 PM

ISL 2022-23 Final: এমন সেমিফাইনাল জিততে ভালো লাগে, হয়তো দেখতেও। কিন্তু চাপ নেওয়া কি এতই সহজ? সবুজ মেরুন ফুটবলাররা যেমন স্নায়ুর চাপে ভুগছিলেন, তেমনই সমর্থকরাও। সেমিফাইনালে হায়দরাবাদ এফসির বিরুদ্ধে প্রথম লেগে গোলশূন্য়। অ্যাওয়ে ম্যাচে ড্র করে আসায় আত্মবিশ্বাসে ভরপুর ছিল সবুজ মেরুন শিবির। ঘরের মাঠে ৫০ হাজারের বেশি সমর্থক সাক্ষী রইলেন। হতে পারে, এর মধ্যে কয়েক হাজার দর্শক গোয়ার টিকিট খুঁজছেন! শনিবার গোয়ার ফতোরদা স্টেডিয়ামে ট্রফির ম্যাচে নামছে সবুজ মেরুন।

Mar 13, 2023 | 11:40 PM

বহুদিন পর...। কর্তাদের সঙ্গে যতই মতবিরোধ থাকুক, ক্লাবের থেকে মুখ ফেরাননি সবুজ মেরুন সমর্থকরা। গ্য়ালারিতে ৫০ হাজারের বেশি সমর্থক সাক্ষী রইলেন অনবদ্য় একটা জয়ের। ছবি : রাহুল সাধুখাঁ

বহুদিন পর…। কর্তাদের সঙ্গে যতই মতবিরোধ থাকুক, ক্লাবের থেকে মুখ ফেরাননি সবুজ মেরুন সমর্থকরা। গ্য়ালারিতে ৫০ হাজারের বেশি সমর্থক সাক্ষী রইলেন অনবদ্য় একটা জয়ের। ছবি : রাহুল সাধুখাঁ

টাইব্রেকারে প্রথম শটে গোল করে সবুজ মেরুন শিবিরে আত্মবিশ্বাস এনে দেন পেত্রাতোস। ছবি : রাহুল সাধুখাঁ

টাইব্রেকারে প্রথম শটে গোল করে সবুজ মেরুন শিবিরে আত্মবিশ্বাস এনে দেন পেত্রাতোস। ছবি : রাহুল সাধুখাঁ

টাইব্রেকারে অধিনায়ক প্রীতম কোটালের শটেই জয় নিশ্চিত হয় এটিকে মোহনবাগানের। ছবি : রাহুল সাধুখাঁ

টাইব্রেকারে অধিনায়ক প্রীতম কোটালের শটেই জয় নিশ্চিত হয় এটিকে মোহনবাগানের। ছবি : রাহুল সাধুখাঁ

এটিকে মোহনবাগান দুর্গ রক্ষা করেছেন বিশাল কাইথ। গোল্ডেন গ্লাভসও জিতেছেন। জয় নিশ্চিত হওয়ার মুহূর্তে। ছবি : রাহুল সাধুখাঁ

এটিকে মোহনবাগান দুর্গ রক্ষা করেছেন বিশাল কাইথ। গোল্ডেন গ্লাভসও জিতেছেন। জয় নিশ্চিত হওয়ার মুহূর্তে। ছবি : রাহুল সাধুখাঁ

ফাইনালে এটিকে মোহনবাগানের সামনে বেঙ্গালুরু এফসি। শনিবার ফতোরদা স্টেডিয়ামে ট্রফির ম্যাচ। ছবি : রাহুল সাধুখাঁ

ফাইনালে এটিকে মোহনবাগানের সামনে বেঙ্গালুরু এফসি। শনিবার ফতোরদা স্টেডিয়ামে ট্রফির ম্যাচ। ছবি : রাহুল সাধুখাঁ

বাঁধনহারা উচ্ছ্বাসের আরও একটা মুহূর্ত। এখনও একটা ধাপ বাকি। জিতলেই ট্রফি ছবি : রাহুল সাধুখাঁ

বাঁধনহারা উচ্ছ্বাসের আরও একটা মুহূর্ত। এখনও একটা ধাপ বাকি। জিতলেই ট্রফি ছবি : রাহুল সাধুখাঁ

সেমিফাইনালে দুই লেগেই ক্লিনশিট রেখেছেন এটিকে মোহনবাগান গোলরক্ষক বিশাল কাইথ। ছবি : রাহুল সাধুখাঁ

সেমিফাইনালে দুই লেগেই ক্লিনশিট রেখেছেন এটিকে মোহনবাগান গোলরক্ষক বিশাল কাইথ। ছবি : রাহুল সাধুখাঁ


Most Read Stories

Leave a Reply