MI vs GG Live Score, WPL 2023 : টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত গুজরাট জায়ান্টসের


TV9 Bangla Digital | Edited By: Dipankar Ghoshal

Updated on: Mar 14, 2023 | 7:02 PM

MUMBAI INDIANS VS GUJARAT GIANTS Live Score in Bengali: উইমেন্স প্রিমিয়ার লিগের প্রথম সংস্করণের দ্বাদশ ম্যাচে আজ মুখোমুখি মুম্বই ইন্ডিয়ান্স ও গুজরাট জায়ান্টস। ম্যাচের পুঙ্খানুপুঙ্খ লাইভ আপডেট দেখুন।

MI vs GG Live Score, WPL 2023 : টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত গুজরাট জায়ান্টসের

Image Credit source: TV9 Bangla Graphics

LIVE Cricket Score & Updates

  • 14 Mar 2023 07:01 PM (IST)

    টস আপডেট

    টসের জন্য প্রস্তুত দুই অধিনায়ক হরমনপ্রীত কৌর ও স্নেহ রানা। টসে জিতলেন গুজরাট জায়ান্টস অধিনায়ক স্নেহ রানা। টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত গুজরাট জায়ান্টসের।

  • 14 Mar 2023 06:55 PM (IST)

    পিচ রিপোর্ট

    ব্রেবোর্ন স্টেডিয়ামে ব্যবহৃত পিচ। গত ম্যাচেও এখানে স্পিনাররা সাহায্য পেয়েছেন। এই ম্যাচেও তেমনই প্রত্যাশা করা হচ্ছে।

  • 14 Mar 2023 06:50 PM (IST)

    মুম্বই…

    টুর্নামেন্টে একশো শতাংশ জয়ের রেকর্ড মুম্বই ইন্ডিয়ান্সের। আজ গুজরাট জায়ান্টসের মুখোমুখি তারা। জয়ের ধারা অব্য়হত থাকবে? নজর থাকবে পার্পল ক্য়াপ দখলে রাখা মুম্বইয়ের বাঁ হাতি স্পিনার সাইকা ইসাকের দিকে। লাইভ আপডেট TV9Bangla-র এই পেজে।

মুম্বই: গত শনিবার শুরু হয়েছে উইমেন্স প্রিমিয়ার লিগ (WPL)। টুর্নামেন্টের দ্বাদশ ম্যাচে আজ মুখোমুখি মুম্বই ইন্ডিয়ান্স ও গুজরাট জায়ান্টস। টুর্নামেন্টে এখনও অবধি যা পারফরম্যান্স তাতে প্রশ্ন করাই যায়, মুম্বই ইন্ডিয়ান্সকে রুখতে পারে কোন দল! এখনও অবধি একশো শতাংশ জয়ের রেকর্ড ধরে রেখেছে মুম্বই ইন্ডিয়ান্স। বিশেষ করে বলতে হয় তাদের বোলিংয়ের কথা। বাঁ হাতি স্পিনার সাইকা ইসাক একডজন উইকেট নিয়ে পার্পল ক্যাপ দখলে রেখেছেন। অলরাউন্ড পারফর্ম করছেন হেইলি ম্যাথুজ। ব্যাটিংয়ে অধিনায়ক হরমনপ্রীত কৌর, যস্তিকা ভাটিয়ে এবং ন্যাট সিবারদের কথা বিশেষ করে বলতে হয়। অন্যদিকে, গুজরাট জায়ান্টসের ধারাবাহিকতার অভাব। কোনও ম্যাচে চোখ ধাঁধানো পারফরম্যান্স, পরের ম্যাচেই হোঁচট। WPL এ মুম্বই ইন্ডিয়ান্স বনাম গুজরাট জায়ান্টস ম্যাচের লাইভ আপডেটের জন্য নজর রাখুন TV9Bangla-র এই পেজে।

Published On – Mar 14,2023 6:30 PM

Leave a Reply