MI vs GG WPL 2023 Match Prediction: অপরাজিত মুম্বইয়ের দৌড় থামাতে পারবেন কি স্নেহ রানারা?


Mumbai Indians vs Gujarat Giants Preview: মঙ্গলবার, ১৪ মার্চ ডব্লিউপিএলে মুম্বই ইন্ডিয়ান্স এবং গুজরাট জায়ান্টসের ম্যাচটি মুম্বইয়ের ব্রেবোর্ন স্টেডিয়ামে হবে।

অপরাজিত মুম্বইয়ের দৌড় থামাতে পারবেন কি স্নেহ রানারা?

মুম্বই: উইমেন্স প্রিমিয়ার লিগে এখনও অবধি ৫ ম্যাচে অপরাজিত রয়েছে হরমনপ্রীত কৌরের মুম্বই ইন্ডিয়ান্স (Mumbai Indians)। সামনে যে প্রতিপক্ষই থাকুন না কেন কোনও দিন ব্যাটে, কোনও দিন বলে, কোনও দিন আবার ব্যাটে-বলে বাজিমাত করছে হ্যারির দল। টানা ৫ ম্যাচে জেতার ফলে স্বাভাবিকভাবে মুম্বইয়ের আত্মবিশ্বাস তুঙ্গে রয়েছে। পাশাপাশি এ বারের উইমেন্স প্রিমিয়ার লিগের উদ্বোধনী ম্যাচে গুজরাট জায়ান্টসের (Gujarat Giants) বিরুদ্ধে ১৪৩ রানের বড় ব্যবধানে জিতেছিল মুম্বই। ফলে সেই ম্যাচের পুনরাবৃত্তি করতে চাইবেন সাইকা ইসাকরা। আজ, রাতে ডব্লিউপিএলের (WPL) ম্যাচে ২ পয়েন্ট যাবে কোন দলের ঝুলিতে, নজর রাখতে হবে সেদিকে। মুম্বই বনাম গুজরাট ম্যাচের প্রিভিউ পড়ুন TV9Bangla-র এই প্রতিবেদনে।

এ বারের ডব্লিউপএলে দুরন্ত ছন্দে রয়েছেন মুম্বইয়ের সাইকা ইসাক। এখনও অবধি ৫ ম্যাচে ১২টি উইকেট নিয়ে পার্পল ক্যাপ রয়েছে সাইকার দখলে। স্নেহ রানা-সোফিয়া ডাঙ্কলিদের বিরুদ্ধে সাইকা বড় ফ্যাক্টর হতে পারেন। গুজরাটের ব্যাটিং বিভাগ সেই অর্থে দাগ কাটতে পারেনি। গুজরাট তাদের শেষ ম্যাচে দিল্লির বিরুদ্ধে ১০ উইকেটে হেরেছিল। দিল্লির বোলারদের সামনে দাঁড়াতেই পারেননি সাব্বিনেনি মেঘনা-অ্যাশলে গার্ডনাররা। অন্যদিকে মুম্বই শেষ ম্যাচে ইউপি ওয়ারিয়র্সকে দাপটের সঙ্গে হারিয়েছিল। ছন্দে রয়েছেন মুম্বইয়ের অধিনায়ক হরমনপ্রীত।

সামনে যখন প্রতিপক্ষ গুজরাট, তখন মুম্বই নিশ্চিতভাবে চাইবে টুর্নামেন্টের প্রথম ম্যাচের পুনরাবৃত্তি করতে। ধারে-ভারে হোক বা পারফরম্যান্সে মুম্বই এই মুহূর্তে এগিয়ে রয়েছে গুজরাটের থেকে। দুই দলই এখনও অবধি মেয়েদের প্রিমিয়ার লিগে ৪টি করে ম্যাচে খেলেছে। যেখানে মুম্বইয়ের ঝুলিতে রয়েছে ৮ পয়েন্ট, সেখানে গুজরাট জোগাড় করতে পেরেছে ২ পয়েন্ট।

মুম্বই ইন্ডিয়ান্স স্কোয়াড: হরমনপ্রীত কৌর (অধিনায়ক), ন্য়াট সিবার, যস্তিকা ভাটিয়া, অ্য়ামেলিয়া কের, অমনজ্যোৎ কৌর, ক্লো ট্রায়ন, পূজা বস্ত্রকার, ধারা গুজ্জর, সাইকা ইসাক, সোনম যাদব, হেইলি ম্যাথুজ, হেদার গ্রাহাম, হুমাইরা কাজি, ইসি ওং, জিন্তিমনি কলিতা, নীলম বিস্ত, প্রিয়াঙ্কা বালা।

গুজরাট জায়ান্টস স্কোয়াড: অ্যাশলে গার্ডনার, স্নেহ রানা (অধিনায়ক), সোফিয়া ডাঙ্কলি, অ্যানাবেল সাদারল্য়ান্ড, হরলীন দেওল, দিয়েন্দ্র ডটিন, লরা উলফার্ট, সাব্বিনেনি মেঘনা, জর্জিয়া ওয়্যারহ্য়াম, মানসী যোশী, মনিকা প্য়াটেল, তনুজা কানওয়ের, সুষমা ভার্মা, হার্লি গালা, অশ্বিনী কুমারি, শবনম এমডি।

Leave a Reply