Delhi Capitals: ২০১৯ সালে দিল্লি ক্যাপিটালসের মেন্টর হিসেবে কাজ করেছেন প্রাক্তন অধিনায়ক।
নয়াদিল্লি: ফের আইপিএলের (IPL 2023) মঞ্চে দেখা যাবে প্রাক্তন বিসিসিআই (BCCI) প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়কে (Sourav Ganguly)। আইপিএল ফ্র্যাঞ্চাইজি দিল্লি ক্যাপিটালসে ফিরলেন সৌরভ। দিল্লি ক্যাপিটালসের (Delhi Capitals) ডিরেক্টর অফ ক্রিকেট পদে সৌরভকে নিয়োগ করেছে ফ্র্যাঞ্চাইজিটি। ২০২২ সালের অক্টোবরে সৌরভ গঙ্গোপাধ্যায় বিসিসিআইয়ের সভাপতি পদ থেকে এক প্রকার সরে যেতে বাধ্য হন। তার পর থেকে তাঁকে আর কোনও প্রশাসনিক দায়িত্বে দেখা যায়নি। আইপিএল দিয়ে ক্রিকেটে প্রত্যাবর্তন করছেন তিনি। নতুন দায়িত্বে ডব্লিউপিএল, এসএ২০, আইএলটি২০ এবং আইপিএল-সহ দিল্লির ফ্র্যাঞ্চাইজিটির সবকটি দলের দায়িত্ব থাকছে সৌরভের কাঁধে। এর আগে ২০১৯ সালে দিল্লি ক্যাপিটালসের মেন্টর হিসেবে কাজ করেছেন প্রাক্তন অধিনায়ক। বিস্তারিত TV9Bangla-র এই প্রতিবেদনে।
বিস্তারিত আসছে…