Delhi Capitals vs Gujarat Giants Live Score in Bengali: দেখুন ডব্লিউপিএলে দিল্লি ক্যাপিটালস বনাম গুজরাট জায়ান্টস ম্যাচের পুঙ্খানুপুঙ্খ লাইভ আপডেট।
Image Credit source: Graphics – TV9Bangla
মুম্বই: উইমেন্স প্রিমিয়ার লিগের প্রথম সংস্করণ বেশ হই হই চলছে। আজ বৃহস্পতিবার রয়েছে মেগ ল্যানিংয়ের দিল্লি ক্যাপিটালস (Delhi Capitals) এবং স্নেহ রানার গুজরাট জায়ান্টসের (Gujarat Giants) ম্যাচ। চলতি ডব্লিউপিএলে দু’টি দলই এখনও অবধি ৫টি করে ম্যাচে খেলেছে। তার মধ্যে ৪টিতে জিতে ও ১টি হেরে লিগ টেবলের দুই নম্বরে রয়েছে দিল্লি। অন্যদিকে গুজরাট ৫ ম্যাচের মাত্র ১টিতেই জিতেছে। রয়েছে লিগ টেবলের ৫ নম্বরে। টুর্নামেন্টের প্রথম ম্যাচে হঠাৎ করেই চোট পান গুজরাটের অধিনায়ক বেথ মুনি। এরপর তাঁর ডেপুটি স্নেহ রানাকে দেওয়া হয় দলের পুরো দায়িত্ব। তাঁর নেতৃত্বে একটি মাত্র ম্যাচেই জিতেছে গুজরাট। আজ ছন্দে থাকা দিল্লিকে কি হারাতে পারবেন স্নেহ-সোফিয়ারা? উইমেন্স প্রিমিয়ার লিগে দিল্লি বনাম গুজরাট ম্যাচের লাইভ আপডেট দেখতে নজর রাখুন TV9Bangla-র এই লাইভ ব্লগে।
দিল্লি ক্য়াপিটালস স্কোয়াড: জেমাইমা রডরিগজ, মেগ ল্যানিং (অধিনায়ক), শেফালি ভার্মা, রাধা যাদব, শিখা পান্ডে, মারিজানে কাপ, তিতাস সাধু, অ্যালিস ক্যাপসি, তারা নরিস, লরা হ্য়ারিস, জসিয়া আখতার, মীনু মানি, তানিয়া ভাটিয়া, পুনম যাদব, জেস জোনাসন, স্নেহা দীপ্তি, অরুন্ধতী রেড্ডি, অপর্ণা মণ্ডল।
গুজরাট জায়ান্টস স্কোয়াড: অ্যাশলে গার্ডনার, স্নেহ রানা (অধিনায়ক), সোফিয়া ডাঙ্কলি, অ্যানাবেল সাদারল্য়ান্ড, হরলীন দেওল, দিয়েন্দ্র ডটিন, লরা উলফার্ট, সাব্বিনেনি মেঘনা, জর্জিয়া ওয়্যারহ্য়াম, মানসী যোশী, মনিকা প্য়াটেল, তনুজা কানওয়ের, সুষমা ভার্মা, হার্লি গালা, অশ্বিনী কুমারি, শবনম এমডি।