Gianni Infantino: এই নিয়ে তৃতীয় বার ফিফার সভাপতি নির্বাচিত হলেন ৫২ বছর বয়সী ইনফান্তিনো।
Image Credit source: Twitter
কিগালি: ফিফা (FIFA) প্রেসিডেন্ট হিসেবে পুনরায় নির্বাচিত হলেন জিয়ান্নি ইনফান্তিনো (Gianni Infantino)। বৃহস্পতিবার, ১৬ মার্চ বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থার ৭৩তম কংগ্রেসে বিনা প্রতিদ্বন্দ্বিতায় প্রেসিডেন্ট নির্বাচিত হলেন জিয়ান্নি ইনফান্তিনো। ২০২৭ সাল অবধি বাড়ল ইনফান্তিনোর প্রেসিডেন্ট পদের সময়সীমা। দুর্নীতির সঙ্গে জড়ানোর পর ২০১৬ সালে সেপ ব্ল্যাটারের জায়গায় ফিফার সভাপতি হন ইনফান্তিনো। তাঁর কাজের প্রতি আস্থা রাখে সদস্য দেশগুলো। যে কারণে, ২০১৯ সালে ফের ফিফা সভাপতি নির্বাচিত হন ইনফান্তিনো। এই নিয়ে তৃতীয় বার ফিফার সভাপতি নির্বাচিত হলেন ৫২ বছর বয়সী ইনফান্তিনো। বিস্তারিত জেনে নিন TV9Bangla-র এই প্রতিবেদনে।
ফের চার বছর ফিফা প্রেসিডেন্টের দায়িত্ব পাওয়ার পর, রোয়ান্ডার রাজধানী কিগালিতে ইনফান্তিনো সকল দেশের প্রতিনিধিদের বলেন, “আমি তোমাদের সকলকে ভালোবাসি।” তিনি আরও বলেন, “ফিফা প্রেসিডেন্ট হওয়া সত্যিকার দারুণ সম্মানের বিষয়। এটা একটা বিরাট বড় দায়িত্ব। আপনাদের সকলের সমর্থন পেয়ে দারুণ লাগছে। আমি আপনাদের সকলকে প্রতিশ্রুতি দিচ্ছি আমি বিশ্বজুড়ে ফিফা এবং ফুটবলের সেবা চালিয়ে যাব। ফিফার ২১১ সদস্য অ্যাসোসিয়েশনদের পূর্ণ সমর্থন করব।”
Gianni Infantino has been elected FIFA President for the 2023-2027 term of office by acclamation.#FIFACongress pic.twitter.com/akzQV0IMNO
— FIFA (@FIFAcom) March 16, 2023
জিয়ান্নি ইনফান্তিনোর একাধিক সিদ্ধান্তের বিভিন্ন সময় সমালোচনা হয়েছে। সেই বিষয়ে তিনি নিজেও অবগত। তিনি বলেন, “যারা আমাকে ভালোবাসে, আমি জানি অনেকেই সেই তালিকায় আছে, এবং এমন মানুষও আছে যারা আমাকে ঘৃণা করে… আমি তোমাদের সবাইকে ভালোবাসি।”