India vs Australia, 1st ODI: শুরু হচ্ছে ভারত-অস্ট্রেলিয়া ওডিআই সিরিজ। শুক্রবার ওয়াংখেড়ে স্টেডিয়ামে সিরিজের প্রথম ম্যাচের লাইভ আপডেটের জন্য চোখ রাখুন এই পেজে।
Image Credit source: গ্রাফিক্স: টিভি৯ বাংলা
LIVE Cricket Score & Updates
-
17 Mar 2023 12:33 PM (IST)
বিশ্বকাপের মহড়া
ওডিআই বিশ্বকাপ শুরু হতে হাতে মাত্র সাতমাস। ভারত-অস্ট্রেলিয়া ওডিআই সিরিজকে তারই মহড়া বলে ধরা হচ্ছে।
মুম্বই: অস্ট্রেলিয়ার বিরুদ্ধে চার ম্যাচের টেস্ট সিরিজ ভারত জিতেছে ২-১ ব্যবধানে। বর্ডার-গাভাসকর ট্রফি ঘরে নিয়ে যেতে পারেনি অস্ট্রেলিয়া। টেস্ট সিরিজে মাথা নত করলেও ওডিআইতে ভারতকে (India vs Australia) চ্যালেঞ্জ ছুঁড়ে দিতে তৈরি ক্যাঙারুরা। শুরু হচ্ছে ভারত বনাম অস্ট্রেলিয়া তিন ম্যাচের ওডিআই সিরিজ। প্রথম ম্যাচে দুটি দলই পাচ্ছে না তাদের নিয়মিত অধিনায়ককে। মায়ের অসুস্থতা ও পরে মৃত্যুর কারণে ওডিআই সিরিজে (ODI Series) খেলছেন না অস্ট্রেলিয়ার ক্যাপ্টেন প্যাট কামিন্স। টেস্ট সিরিজ চলাকালীনই সিডনি ফিরে গিয়েছিলেন প্যাট। বিশ্বকাপ জয়ের স্টেডিয়াম ওয়াংখেড়েতে প্রথম ওডিআই ম্যাচে খেলবেন না ভারতীয় দলের অধিনায়ক রোহিত শর্মাও (Rohit Sharma)। ব্যক্তিগত কারণে প্রথম ম্যাচ থেকে ছুটি চেয়েছেন রোহিত। দ্বিতীয় ম্যাচ থেকে দলের সঙ্গে জুড়বেন তিনি। তাঁর অনুপস্থিতিতে মেন ইন ব্লু-র নেতৃত্ব সামলাবেন হার্দিক পান্ডিয়া। হার্দিক অতীতে টি-২০ সিরিজে নেতৃত্ব দিয়েছেন। জাতীয় দলের হয়ে ওডিআই ম্যাচে নেতৃত্বের অভিষেক তারকা অলরাউন্ডারের।
Published On – Mar 17,2023 12:30 PM