RCB vs GG Live Score, WPL 2023: ডব্লিউপিএলে আজ দ্বিতীয় জয়ের খোঁজে আরসিবি, প্রতিপক্ষ গুজরাট


TV9 Bangla Digital | Edited By: Tithimala Maji

Updated on: Mar 18, 2023 | 6:52 PM

Royal Challengers Bangalore vs Gujrat Giants Live score: উইমেন্স প্রিমিয়ার লিগের ম্যাচে আজ মুখোমুখি রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর এবং গুজরাট জায়ান্টস। ম্যাচের পুঙ্খানুপুঙ্খ লাইভ আপডেট দেখুন এই পেজে।

RCB vs GG Live Score, WPL 2023: ডব্লিউপিএলে আজ দ্বিতীয় জয়ের খোঁজে আরসিবি, প্রতিপক্ষ গুজরাট

Image Credit source: Twitter

LIVE Cricket Score & Updates

  • 18 Mar 2023 06:52 PM (IST)

    মুম্বইয়ের প্রথম হার

    ডব্লিউপিএলে প্রথম হারের স্বাদ পেল মুম্বই ইন্ডিয়ান্স। ইউপি ওয়ারিয়র্সের বিরুদ্ধে ৫ উইকেটে হার শীর্ষস্থানে থাকা হরমনপ্রীত কৌরদের।

  • 18 Mar 2023 06:35 PM (IST)

    দ্বিতীয় জয়ের খোঁজে

    ডব্লিউপিএলের দ্বিতীয় জয়ের খোঁজে টিম আরসিবি

  • 18 Mar 2023 06:33 PM (IST)

    তৃতীয় জয়ের খোঁজে

    ব্র্যাবোর্ন স্টেডিয়ামের উদ্দেশে জায়ান্টস শিবির

মুম্বই: এ বারের ডব্লিউপিএলে আরসিবি একমাত্র দল যারা টানা ৫ ম্যাচে হারের পর ষষ্ঠতম ম্যাচে ২ পয়েন্ট পেয়েছে। গুজরাটের বিরুদ্ধে সর্বশেষ ম্যাচে আরসিবি ১১ রানে হেরেছিল। তাই আজকের ম্যাচটি আরসিবির কাছে বদলার ম্যাচ। ইউপির বিরুদ্ধে শেষ ম্যাচে জেতায় এখনও নকআউটে ওঠার সম্ভবনা রয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের সামনে। টুর্নামেন্টে বাকি থাকা দু’টি ম্যাচে আরসিবিকে জিততে হবে। শুধু তাই নয়, ২টি ম্যাচে জেতার পর তাকিয়ে থাকতে হবে বাকি দলগুলির দিকে। জয়ের ধারা বজায় রেখে নকআউটের দিকে এগোতে চায় আরসিবি। এদিকে গুজরাটের পরিস্থিতিও মোটামুটি এক রকম। শেষ ছয়টি ম্যাচের মধ্যে মাত্র দুটিতে জয় পেয়েছে গুজরাট। যে কারণে পয়েন্ট টেবলের শেষদিক থেকে দ্বিতীয় নম্বরে রয়েছে। একদম শেষ স্থান আরসিবির সঙ্গে পয়েন্টের ব্যবধান ২। দুটি দলের কাছেই মরণ বাঁচন লড়াই।

Published On – Mar 18,2023 6:30 PM



Leave a Reply