ODI: একদিনের ক্রিকেটের ফর্ম্যাটে বদল আনার দাবি তুললেন সচিন। একইসঙ্গে মাস্টার ব্লাস্টার নতুন ফর্ম্যাট আনার কথাও জানিয়েছেন।
‘ওডিআই ক্রিকেট একঘেয়ে লাগছে’ , সচিন দিলেন নতুন ফর্ম্যাটের প্রস্তাব
Image Credit source: PTI
নয়াদিল্লি: দেশের মাটিতে একদিকে চলছে ভারত-অস্ট্রেলিয়া (India vs Australia) ওডিআই (ODI) সিরিজ। অন্যদিকে কিংবদন্তি সচিন তেন্ডুলকর (Sachin Tendulkar) ওডিআই ফর্ম্যাটের ভবিষ্যৎ নিয়ে বড় মন্তব্য করেছেন। দিন কয়েক আগেই ওডিআই ক্রিকেটের ফর্ম্যাটে বদল আনা নিয়ে মুখ খুলেছিলেন ভারতের প্রাক্তন তারকা ক্রিকেটার রবি শাস্ত্রী। এ বার শাস্ত্রীর সুরেই সচিনও একদিনের ক্রিকেটের ফর্ম্যাটে বদল আনার দাবি তুললেন। একইসঙ্গে মাস্টার ব্লাস্টার নতুন ফর্ম্যাট আনার কথাও জানিয়েছেন। সম্প্রতি এক সংবাদ ওয়েবসাইটের অনুষ্ঠানে সাক্ষাৎকারে তিনি ওডিআই ক্রিকেটের একঘেয়ে হয়ে যাওয়ার কথা বলেছেন। আর কী কী বলেছেন সচিন? বিস্তারিত জেনে নিন TV9Bangla-র এই প্রতিবেদনে।
বিস্তারিত আসছে…