New Zealand vs Sri Lanka: ওয়েলিংটনে শ্রীলঙ্কার বিরুদ্ধে দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে ৪ উইকেট হারিয়ে ৫৮০ রান তুলেছে কেন উইলিয়ামসনের নিউজিল্যান্ড।
Image Credit source: Twitter
ওয়েলিংটন: নিউজিল্যান্ডের (New Zealand) অধিনায়ক কেন উইলিয়ামসনের (Kane Williamson) ব্যাট যেন থামার নামই নিচ্ছে না। এই নিয়ে টানা তিনটি টেস্টে সেঞ্চুরি করলেন কিউয়ি নেতা। বিশ্ব ক্রিকেটের ফ্যাব ফোরের একজন উইলিয়ামসন। এ বার নিউজিল্যান্ডের ক্যাপ্টেন শ্রীলঙ্কার (Sri Lanka) বিরুদ্ধে ওয়েলিংটনে দ্বিতীয় টেস্টে ডাবল সেঞ্চুরি হাঁকালেন। দলের হয়ে গড়লেন নয়া রেকর্ডও। একইসঙ্গে তিনি সচিন তেন্ডুকর, বীরেন্দ্র সেওয়াগদের গড়া রেকর্ডে ভাগ বসিয়েছেন। গত দু’টি টেস্টে কেনের ব্যাট প্রথম ইনিংসে নিস্প্রভ থাকার পর দ্বিতীয় ইনিংসে জ্বলে উঠেছিল। এ বার শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম ইনিংসেই কেনের ব্যাটে উঠল ডাবল সেঞ্চুরির ঝড়। বিস্তারিত জেনে নিন TV9Bangla-র এই প্রতিবেদনে।
Test double century number SIX for Kane Williamson! His second against Sri Lanka at the @BasinReserve. Follow play LIVE in NZ with @sparknzsport. #NZvSL pic.twitter.com/q6I7u7sFgR
— BLACKCAPS (@BLACKCAPS) March 18, 2023
টানা তিনটি টেস্টে সেঞ্চুরি করলেন নিউজিল্যান্ডের অধিনায়ক কেন উইলিয়ামসন। ফেব্রুয়ারি মাসে ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টে রান পাননি কেন। দ্বিতীয় টেস্টের দ্বিতীয় ইনিংসে সেঞ্চুরি করেন। তার পর শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম টেস্টের প্রথম ইনিংসে মাত্র ১ রান করেন কেন। দ্বিতীয় ইনিংসে তাঁর ব্যাটে আসে শতরান। এ বার দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে ডাবল সেঞ্চুরি করলেন তিনি।
বিস্তারিত আসছে…