অস্ট্রেলিয়ার বোলারদের আগাগোড়া দাপটে মাত্র ১১৭ রানে গুটিয়ে গেল ভারত। বোলিং, ফিল্ডিং সবেতেই অনবদ্য স্মিথের অস্ট্রেলিয়া।
Image Credit source: Twitter
বিশাখাপত্তনম: ব্যাটিং নিয়ে চিন্তা ধরিয়েছিল প্রথম ওডিআই ম্যাচ (India vs Australia)। সে যাত্রায় লোকেশ রাহুল, রবীন্দ্র জাডেজা মিলে তরী পার করে দিয়েছিলেন। বিশাখাপত্তনমে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজের দ্বিতীয় ম্যাচে তাসের ঘরের মতো ভেঙে পড়ল ভারতের ব্যাটিং অর্ডার। সর্বাধিক ৩১ রান বিরাট কোহলির। অক্ষর প্যাটেলের অবদান ২৯ রান। বাকিরা এলেন, দেখলেন এবং ফিরে গেলেন। প্রথম ওডিআইতে ৫ উইকেটে ম্যাচ হেরে গিয়েছিল অস্ট্রেলিয়া। পরের ম্যাচেই দারুণ কামব্যাক স্টিভ স্মিথদের। অস্ট্রেলিয়ার বোলারদের আগাগোড়া দাপটে মাত্র ১১৭ রানে গুটিয়ে গেল ভারত। বোলিং, ফিল্ডিং সবেতেই অনবদ্য স্মিথের অস্ট্রেলিয়া। এমনিতে ভাইজাগের উইকেট লো স্কোরিং বলেই ধরা হয়। এখানে সর্বনিম্ন টোটাল স্কোর ৭৮। প্রথমে ব্যাটিংয়ে নেমে ধুঁকতে ধুঁকতে ১১৭ রান উঠল ভারতের খাতায়। ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সর্বনিম্ন স্কোর ভারতের। অনবদ্য মিচেল স্টার্ক (Mitchell Starc) ৫ উইকেট নিলেন। স্টার্কের দেখানো পথ অনুসরণ করলেন শন অ্যাবট, নাথান এলিসরা। দ্বিতীয় ওডিআই ম্যাচে ভারতের ইনিংসের বিস্তারিত রইল TV9 Bangla–র এই প্রতিবেদনে।
বিশাখাপত্তনমে টস জিতে ভারতকে প্রথমে ব্যাট করতে পাঠায় অস্ট্রেলিয়া। স্টিভ স্মিথের সিদ্ধান্তকে চূড়ান্ত সফল বলে প্রমাণিত করে দিলেন স্টার্ক, অ্যাবটরা। ভারতের ইনিংসের প্রথম ওভার থেকে স্টার্ক আছড়ে পড়েছিলেন ভারতের ব্যাটিং অর্ডারে। প্রথম ওভারের তৃতীয় বলে ওপেনার শুভমন গিলকে (০) ফেরান স্টার্ক। এরপর রোহিত শর্মা, সূর্যকুমার যাদবকে পরপর দুই বলে প্যাভিলিয়নে ফেরান। স্টার্কের পরের শিকার প্রথম ওডিআই ম্যাচে উইনিং হাফ সেঞ্চুরি হাঁকানো লোকেশ রাহুল। ম্যাচের আগে বিশাখাপত্তনমে বৃষ্টি হয়েছিল। এই আবহাওয়ার ফায়দা কীভাবে তুলতে হয় তা খুব ভালোভাবেই জানতেন স্মিথ। প্রথম ওভারেই বল তুলে দেন মিচেল স্টার্কের হাতে। বাঁ হাতি পেসারের বলে মার্নাস লাবুশেনের হাতে ক্যাচ দিয়ে ফেরেন শুভমন গিল। গিল খাতা না খুললেও তাঁর উইকেট নিয়ে খাতা খোলেন স্টার্ক। ম্যাচের একেবারে শেষে তাঁর ঝুলিতে যাওয়া পঞ্চম উইকেটটি ছিল মহম্মদ সিরাজের।
শুরুটা করেছিলেন স্টার্কষ সিনিয়র পেসারের দেখানো পথ অনুসরণ করলেন শন অ্যাবট, নাথান এলিসরা। ডান হাতি পেসার এলিসের বলে এলবিডব্লিউ হন বিরাট কোহলি (৩১)। রবীন্দ্র জাডেজার (১৬) উইকেটটিও গিয়েছে তাঁর ঝুলিতে। হার্দিক পান্ডিয়াকে ১ রানে ফেরানোর পর দুই লোয়ার অর্ডার ব্যাটার কুলদীপ যাদব এবং মহম্মদ সামিকে আউট করে ভারতকে স্বল্প রানে গুটিয়ে দিতে বড় অবদান রাখেন অ্যাবট। বিশাখাপত্তনমের উইকেট বোলারদের স্বর্গরাজ্য। খাতায় মাত্র ১১৭ রান নিয়েও জয়ের আশা দেখছে ভারত। কঠিন পরীক্ষার মুখে ভারতের বোলিং ব্রিগেড।