জিতলেই প্লে-অফে ইউপি ওয়ারিয়র্স; সুযোগ শেষ গুজরাট, আরসিবির


Gujarat Giants vs UP Warriorz Preview: এত জটিল অঙ্কের মাঝে নজর থাকবে ইউপি ওয়ারিয়র্সের দিকেই। পয়েন্ট টেবলে তৃতীয় স্থানে রয়েছে তারা। ইউপি ওয়ারিয়র্স এই ম্য়াচে বাড়তি আত্মবিশ্বাস সঙ্গী করেই নামবে। উইমেন্স প্রিমিয়ার লিগে টানা জিততে থাকা মুম্বই ইন্ডিয়ান্সকে একমাত্র ওয়ারিয়র্সই হারিয়েছে।

Image Credit source: twitter

মুম্বই: অঙ্কের বিচারে এখনও প্লে-অফের দৌড়ে রয়েছে গুজরাট জায়ান্টস এবং রয়্যাল চ্য়ালেঞ্জার্স ব্য়াঙ্গালোর। কিন্তু সব অঙ্ক শেষ হয়ে যেতে পারে আজকের প্রথম ম্য়াচেই। উইমেন্স প্রিমিয়ার লিগের গ্রুপ পর্ব শেষের দিকে। আজ গুজরাট জায়ান্ট নামছে ইউপি ওয়ারিয়র্সের বিরুদ্ধে। গ্রুপ পর্বে গুজরাটের এটিই শেষ ম্যাচ। টুর্নামেন্টেও এটি যাতে শেষ ম্য়াচ না হয় এর জন্য জয় ছাড়া কোনও বিকল্প নেই। সাতটি ম্য়াচ খেলে মাত্র ২টি জয়। নেট রানরেটেও অনেক পিছিয়ে। লিগ টেবলে সবার শেষে রয়েছে গুজরাট জায়ান্টস। রয়্যাল চ্য়ালেঞ্জার্স ব্য়াঙ্গালোরের পয়েন্টও একই। তবে গুজরাটের নেট রান রেট -২.৫১১। জিতলেও প্লে-অফ তাদের কাছে নেই। ইউপিকে অন্তত ১০০ রানের ব্য়বধান হারালেও অপেক্ষা করতে হবে দিল্লির কাছেও যেন ইউপি ওয়ারিয়র্স অন্তত ১১২ রানের ব্য়বধানে হারে! এখানেই শেষ নয়। আরসিবিকেও হারতে হবে মুম্বইয়ের কাছে। ইউপি ওয়ারিয়র্সের কাছে অবশ্য় এত জটিল অঙ্ক নেই। আজ গুজরাট জায়ান্টসের বিরুদ্ধে জিতলেই প্লে-অফ নিশ্চিত ওয়ারিয়র্সের। উইমেন্স প্রিমিয়ার লিগে গুজরাট জায়ান্টস বনাম ইউপি ওয়ারিয়র্স ম্য়াচ প্রিভিউ TV9Bangla-য়।

এত জটিল অঙ্কের মাঝে নজর থাকবে ইউপি ওয়ারিয়র্সের দিকেই। পয়েন্ট টেবলে তৃতীয় স্থানে রয়েছে তারা। ইউপি ওয়ারিয়র্স এই ম্য়াচে বাড়তি আত্মবিশ্বাস সঙ্গী করেই নামবে। উইমেন্স প্রিমিয়ার লিগে টানা জিততে থাকা মুম্বই ইন্ডিয়ান্সকে একমাত্র ওয়ারিয়র্সই হারিয়েছে। তাদের হাতে দুটো ম্য়াচ রয়েছে। গুজরাটের বিরুদ্ধে হারলে আরও একটা সুযোগ থাকছে। এমনকি দুটো ম্য়াচ হারলেও সম্ভাবনা থাকবে। এত জটিল অঙ্কে না গিয়ে এই ম্য়াচেই প্লে-অফ নিশ্চিতে লক্ষ্য় থাকবে ইউপি ওয়ারিয়র্সের। ব্য়বহৃত পিচে খেলা হওয়ায় ম্য়াচের রাশ ক্রমশ স্পিনারদের দখলে যাচ্ছে। যে দলে দক্ষ স্পিনার রয়েছে, সম্ভাবনা তাদেরই বেশি। ইউপি ওয়ারিয়র্স এ দিক থেকেও এগিয়ে। গত ম্য়াচে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ২০-র মধ্যে ১৮ ওভারই করেছেন স্পিনাররা। তাদের একটাই চিন্তা, ব্য়াটিং। ধারাবাহিকতা খুঁজে পাওয়া যায় না।

এই ম্য়াচে গুজরাট শিবিরে নজর থাকবে বিশ্বের অন্য়তম সেরা অলরাউন্ডার অ্যাশলে গার্ডনারের দিকে। বোলিং হোক কিংবা ব্য়াটিং, ধারাবাহিকতা দেখিয়ে আসছেন। গুজরাটের দ্বিতীয় সর্বাধিক স্কোরার এবং উইকেট শিকারি তিনিই। টুর্নামেন্টের শেষ ল্য়াপে অ্যাশলে গার্ডনারের উপরও গুজরাটের ভাগ্য় নির্ভর করবে। প্রতিপক্ষ ইউপি ওয়ারিয়র্স শিবিরে বাড়তি নজর থাকবে বাঁ হাতি স্পিনার সোফি এক্লেস্টনের দিকে। টুর্নামেন্টে ইতিমধ্য়েই এক ডজন উইকেট তাঁর দখলে। মুম্বই ইন্ডিয়ান্সের সাইকা ইসাকের সঙ্গে যুগ্ম ভাবে শীর্ষে রয়েছেন সোফি। ব্য়াটিংয়ে নজরে অধিনায়ক অ্যালিসা হিলি। সঙ্গে তাহিলা ম্য়াকগ্রা, গ্রেস হ্য়ারিস।

Leave a Reply