MI vs DC Live Score, WPL 2023 : টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত দিল্লি ক্যাপিটালসের


  • 20 Mar 2023 07:05 PM (IST)

    একাদশ আপডেট

    দিল্লি ক্যাপিটালস একাদশ : মেগ ল্যানিং, শেফালি ভার্মা, অ্যালিস ক্য়াপসি, জেমাইমা রডরিগজ, মারিজানে কাপ, জেস জোনাসন, অরুন্ধতী রেড্ডি, তানিয়া ভাটিয়া, শিখা পান্ডে, রাধা যাদব, পুনম যাদব

    মুম্বই ইন্ডিয়ান্স একাদশ: হেইলি ম্যাথুজ, যস্তিকা ভাটিয়া, ন্যাট সিবার, হরমনপ্রীত কৌর, অ্যামেলিয়া কের, পূজা বস্ত্রকার, ইসি ওং, হুমাইরা কাজি, অমনজ্যোৎ কৌর, জিন্তিমনি কলিতা, সাইকা ইসাক

  • 20 Mar 2023 07:01 PM (IST)

    টস আপডেট

    টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত দিল্লি ক্যাপিটালসের।

  • 20 Mar 2023 07:00 PM (IST)

    মুম্বই-দিল্লি পিচ রিপোর্ট

    চার নম্বর পিচে খেলা হবে। স্পিনারদের বেশি সুবিধা এই পিচ থেকে। ফলে কিছুটা এগিয়ে মুম্বই।

  • 20 Mar 2023 06:56 PM (IST)

    প্লে-অফ নিশ্চিত ইউপি ওয়ারিয়র্সের

    মুম্বই ইন্ডিয়ান্স, দিল্লি ক্যাপিটালসের পর তৃতীয় দল হিসেবে উইমেন্স প্রিমিয়ার লিগে প্লে-অফ নিশ্চিত করল ইউপি ওয়ারিয়র্স। দিনের প্রথম ম্যাচে গুজরাট জায়ান্টসকে ৩ উইকেটে হারাল তারা।

  • 20 Mar 2023 06:47 PM (IST)

    ফিরতি ম্যাচ

    প্রথম লেগের ম্যাচে দিল্লি ক্যাপিটালসকে ৮ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছিল মুম্বই ইন্ডিয়ান্স।

  • 20 Mar 2023 06:40 PM (IST)

    দিল্লি বেশি দূরে নয়

    দিল্লি ক্য়াপিটালসের প্লে-অফ আগেই নিশ্চিত হয়েছে। আজ মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে এবং বাকি একটি ম্যাচেও জিতলে তাদের কাছেও সুযোগ থাকবে শীর্ষ স্থান দখল করার এবং সরাসরি ফাইনাল নিশ্চিত করার। তার আগে আজকের ম্যাচে জিততেই হবে। না হলে এলিমিনেটর খেলতে হবে। সেই ম্যাচ জিতলে ফাইনাল।

  • 20 Mar 2023 06:39 PM (IST)

    ফাইনাল-ফেল!

    জয়ে ফিরবে মুম্বই ইন্ডিয়ান্স? টুর্নামেন্টে এখনও অবধি একটি ম্যাচই হেরেছে মুম্বই ইন্ডিয়ান্স। গত ম্যাচে ইউপি ওয়ারিয়র্সের কাছে। সেই হার থেকে ঘুরে দাঁড়াতে মরিয়া মুম্বই। আজ তাদের প্রতিপক্ষ দিল্লি ক্যাপিটালস। এই ম্য়াচ জিতলেই সরাসরি ফাইনালে জায়গা করে নেবে মুম্বই ইন্ডিয়ান্স। লাইভ আপডেটে স্বাগত। নজর রাখুন TV9Bangla-র এই লিঙ্কে।

  • Leave a Reply