অভিনব প্রাপ্তি! হকির দুনিয়ায় ইতিহাস তৈরি করলেন রানি রামপাল


মেয়েদের ক্রিকেট একটু একটু করে পাল্টে দিচ্ছে ছবিটা। হরমনপ্রীত কৌর, স্মৃতি মান্ধানারা এখন প্রচারের আলোয়।

Image Credit source: Twitter

নয়াদিল্লি: ভারতীয় হকি তো বটেই, আন্তর্জাতিক হকিতেও এমন কখনও হয়নি। ক্রিকেট, ফুটবলের মতো হকিতেও ছেলেদেরই দাপট। বিরাট কোহলি, রোহিত শর্মা, সুনীল ছেত্রী, হরমনপ্রীত সিংদের নিয়ে হইচই থাকে, মেয়েদের টিম নিয়ে তা দেখা যায় না। মেয়েদের ক্রিকেট একটু একটু করে পাল্টে দিচ্ছে ছবিটা। হরমনপ্রীত কৌর, স্মৃতি মান্ধানারা এখন প্রচারের আলোয়। আর্থিক ভাবেও প্রাচুর্যে পা রেখেছেন। কিন্তু মেয়েদের ভারতীয় হকি টিমের (Hockey India) ছবিটা কিন্তু তেমন ঝলমলে নয়। হকি মূলত উত্তর ভারতেই জনপ্রিয়। ওড়িশার মতো রাজ্যেও প্রবল জনপ্রিয়তা পেয়েছে। কিন্তু সারা দেশ জুড়ে তেমন জনপ্রিয়তা নেই। হয়তো আগামী দিনে তা পাল্টাবে। কিন্তু তার আগেই ইতিহাস তৈরি করে ফেললেন রানি রামপাল (Rani Rampal)। যা আর কখনও হয়নি, তাই দেখা গেল তাঁর ক্ষেত্রে। কী ঘটল রানির সঙ্গে, তুলে ধরল TV9 Bangla

এই প্রথম কোনও মহিলা হকি প্লেয়ারের নামে নামকরণ করা হল স্টেডিয়ামের। রায়বরেলির স্টেডিয়ামের নাম দেওয়া হয়েছে— রানি’জ় গার্লস হকি টার্ফ। নিশ্চিত ভাবেই রানির কাছে বিরাট সম্মান। সেই সঙ্গে মেয়েদের হকিও যে প্রাধান্য পেতে শুরু করেছে, তাও প্রমাণ করছে এই ঘটনা। রানি যা দেখে টুইটারে লিখেছেন, ‘আমার অনুভূতি প্রকাশ করার মতো ভাষা নেই। হকিতে আমার অবদানের কথা মাথায় রেখেই রায়বরেলির স্টেডিয়ামের নতুন নামকরণ করা হয়েছে। এটা যে কতটা তৃপ্তির, বলে বোঝাতে পারব না।’

রায়বরেলির ওই স্টেডিয়াম ফিতে কেটে উদ্বোধন করেছেন রানি নিজেই। রীতিমতো বর্ণাঢ্য অনুষ্ঠান রাখা হয়েছিল ওই উপলক্ষ্যে। রানি বলেছেন, ‘গর্বের তো বটেই, আবেগের মুহূর্তও। প্রথম কোনও মেয়ের নামে একটা হকি স্টেডিয়ামের নামকরণ হল। আর সেটা আমারই নামে। এই স্টেডিয়াম আমি ভারতের মহিলা হকি দলকে উৎসর্গ করছি। আগামী প্রজন্মের মেয়েদের নিশ্চয়ই এই ব্যাপারটা অনুপ্রেরণা দেবে।’

টোকিও অলিম্পিকের পর থেকেই চোটে পড়েছিলেন রানি। যে কারণে বিশ্বকাপ ও কমনওয়েলথ গেমস খেলা হয়নি তাঁর। ২৮ বছরের রানি সেই চোট কাটিয়ে আবার ফিরেছেন জাতীয় টিমে। ২৫০-এর বেশি ম্যাচ খেলেছেন ভারতের হয়ে। মেয়েদের আন্তর্জাতিক হকিতেও তিনি বড় নাম। ভারতকে সাফল্য দেওয়াই আপাতত লক্ষ্য তাঁর।



Leave a Reply