Hugo Lloris-Kylian Mbappe : মাত্র ২৪ বছরেই জাতীয় দলের নেতৃত্ব এমবাপের হাতে। ফ্রান্স ফুটবলের ইতিহাসে কনিষ্ঠতম অধিনায়ক হলেন।
Image Credit source: twitter
প্যারিস: ক্লাব ফুটবলে সাময়িক বিরতি। ফোকাস এ বার দেশের জার্সিতে। শুক্রবার ইউরো কাপের কোয়ালিফায়ারে নামবে ফ্রান্স। তার আগে নতুন নেতার নাম ঘোষণা করল ফ্রান্স ফুটবল ফেডারেশন। অধিনায়ক হিসেবে কিলিয়ান এমবাপেকে বেছে নিলেন ফরাসি কোচ দিদিয়ের দেশঁ। গত জানুয়ারি মাসেই ফ্রান্সের জাতীয় দল থেকে অবসর নেন হুগো লরিস। জাতীয় দলের হয়ে ১০ বছরেরও বেশি সময় ধরে অধিনায়কত্ব করেছেন ফ্রান্সের গোলকিপার। ২০১৮ সালে লরিসের নেতৃত্বেই বিশ্বচ্যাম্পিয়ন হয় ফ্রান্স। চার বছর বাদে রানার্স আপ হয় দেশঁর দল। ফাইনালে আর্জেন্টিনার কাছে টাইব্রেকারে হেরে যায় ফ্রান্স। তার কয়েক মাস বাদেই আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানান ৩৬ বছরের গোলকিপার। লরিসের পর ফ্রান্সের ক্যাপ্টেন কে হবেন তা নিয়ে জল্পনা চলছিলই। তবে দৌড়ে এগিয়ে ছিলেন এমবাপেই। এ ছাড়া আঁতোয়া গ্রিজম্যানও ছিলেন চর্চায়। শেষ অবধি এমবাপেকেই বেছে নেওয়া হল। বিস্তারিত TV9Bangla-য়।
নতুন নেতা বাছতে কোচ দিদিয়ের দেশঁর সঙ্গে আলোচনায় বসে ফ্রান্সের ফুটবল ফেডারেশন। সেখানে এমবাপের হাতেই ব্যাটন তুলে দেওয়ার সিদ্ধান্ত নেন দেশঁ। দেশের জার্সিতে এখনও পর্যন্ত ৬৬টা ম্যাচ খেলেছেন এমবাপে। বিশ্বকাপ ফাইনালে হ্যাটট্রিক করে বিশ্ব ফুটবলে ইতিহাসও গড়েছেন। এ বারের বিশ্বকাপে ৮ গোল করে গোল্ডেন বুট পান ফরাসি সুপারস্টার। গত বার দেশের জার্সিতে বিশ্বচ্যাম্পিয়নও হন এমবাপে। গোটা টুর্নামেন্টে দুরন্ত ফুটবল খেলে শোরগোল ফেলে দিয়েছিলেন। এবারের বিশ্বকাপে আরও ভয়ঙ্কর হয়ে ওঠেন এমবাপে।
এ দিকে ফ্রান্সের সহ অধিনায়ক হলেন আঁতোয়া গ্রিজম্যান। গত ডিসেম্বরে বিশ্বকাপ ফাইনালে আর্জেন্টিনার কাছে হারের পর জাতীয় দলের হয়ে বুটজোড়া তুলে রাখেন রাফায়েল ভারানে। তাঁর পরিবর্তে ভাইস ক্যাপ্টেন হিসেবে বেছে নেওয়া হল অ্যাটলেতিকো মাদ্রিদের অ্যাটাকার গ্রিজম্যানকে। শুক্রবার রাতে ক্যাপ্টেন হিসেবে এমবাপের অভিষেক হবে। মাত্র ২৪ বছরেই জাতীয় দলের নেতৃত্ব এমবাপের হাতে। ফ্রান্স ফুটবলের ইতিহাসে কনিষ্ঠতম অধিনায়ক হলেন তিনি। ওই দিন স্তাদ দ্য ফ্রান্সে ইউরো ২০২৪ কোয়ালিফায়ারে নেদারল্যান্ডসের বিরুদ্ধে খেলতে নামবে ফ্রান্স।