Rohit Sharma: তৃতীয় ওডিআই ম্যাচ চলাকালীন কুলদীপ যাদবের ওপর রেগে কাঁই হলেন রোহিত শর্মা।
Image Credit source: BCCI
চেন্নাই: মাঠের মধ্যে মাঝে মধ্যেই মেজাজ হারিয়ে ফেলেন ভারত অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma)। একাধিক বার তাঁকে ২২ গজে সতীর্থদের ওপর রেগে চেঁচাতে দেখা গিয়েছে। চেন্নাইয়ের এম এ চিদাম্বরম স্টেডিয়ামে চলছে ভারত-অস্ট্রেলিয়া (India vs Australia) ৩ ম্যাচের ওডিআই সিরিজের শেষ ম্যাচ। সেই একই ছবি দেখা গেল এই ম্যাচেও। যে কোনও দলের কাছেই ডিআরএস খুব গুরুত্বপূর্ণ। আম্পায়ারের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানাতে হলে সেই দল ডিআরএস নিয়ে থাকে। চেন্নাইয়ে সিরিজের ফয়সলার ম্যাচ চলাকালীন যদিও একটা ডিআরএস রোহিত বাধ্য হয়েই নেন। আরও ভালো করে বললে কুলদীপ যাদবের (Kuldeep Yadav) ঘ্যানঘ্যানানি শুনে ডিআরএস নেন রোহিত। তারপর যদিও রিপ্লে দেখে রেগে যান হিটম্যান। বিস্তারিত জেনে নিন TV9Bangla-র এই প্রতিবেদনে।
Oh god! What a great character Rohit Sharma ❤️???????? .pic.twitter.com/KfSZZYtD90
— Vishal. (@SPORTYVISHAL) March 22, 2023
বিস্তারিত আসছে…