East Bengal vs ATK Mohun Bagan: ইস্টবেঙ্গল শিবিরে নায়ক হয়ে উঠলেন গোলরক্ষক আদিত্য় পাত্র। কার্ড সমস্যায় গত ম্যাচে তাঁকে পায়নি ইস্টবেঙ্গল। প্রত্য়াবর্তন করলেন নায়কের মতোই।
Image Credit source: East Bengal
কলকাতা : সদ্য সমাপ্ত ইন্ডিয়ান সুপার লিগে আরও একটা হতাশার মরসুম কাটিয়েছে ইস্টবেঙ্গল। লিগ টেবলে ৯ নম্বরে শেষ করেছে তারা। লাল-হলুদ সমর্থকদের অস্বস্তি বাড়িয়েছে টানা আটটি ডার্বিতে হার। দুই লেগেই এটিকে মোহনবাগানের কাছে ০-২ ব্য়বধানে হেরেছে ইস্টবেঙ্গল। দল বাছাই থেকে কোচ, নানা বিষয়েই সমালোচনার মুখে পড়েছে ইস্টবেঙ্গল টিম ম্যানেজমেন্টও। বড়রা হতাশ করলেও ছোটদের বড় ম্যাচে মান রাখল লাল-হলুদ। ডেভেলপমেন্ট লিগে কলকাতা ডার্বি গোলশূন্য় থাকল। এ দিন নৈহাটি স্টেডিয়ামে মুখোমুখি হয়েছিল ইস্টবেঙ্গল ও এটিকে মোহনবাগান। বিস্তারিত TV9Bangla-য়।
ডার্বি মানেই সমানে সমানে লড়াই হবে এমনটাই প্রত্য়াশিত। এই ম্য়াচে দক্ষতার চেয়েও ফ্যাক্টর হয়ে দাঁড়ায় মানসিক লড়াই। গ্য়ালারিও সঙ্গে থাকে। বড়দের ম্যাচের মতো নৈহাটি স্টেডিয়ামে ডেভেলপমেন্ট লিগের ডার্বি দেখতে হাজির ছিলেন প্রচুর সমর্থক। সারা ম্যাচে নিজেদের দলকে তাতিয়ে গেলেন। বড় ম্যাচে যে দল স্নায়ুর চাপ ধরে রাখতে পারবে, সাফল্য় পাবে তারাই। জুনিয়র ডার্বিতেও এর অন্য়থা হয় না। নৈহাটি স্টেডিয়ামে শুরু থেকেই চোখ ধাঁধানো লড়াই দেখা গেল। গ্য়ালারিও দাপট দেখাল। ম্যাচেও দাপট দু-দলের। যদিও ম্যাচের কোনও ফল হল না। এর জন্য় কৃতিত্ব প্রাপ্য ইস্টবেঙ্গল গোলরক্ষকেরও।
ইস্টবেঙ্গল শিবিরে নায়ক হয়ে উঠলেন গোলরক্ষক আদিত্য় পাত্র। কার্ড সমস্য়ায় গত ম্যাচে তাঁকে পায়নি ইস্টবেঙ্গল। প্রত্য়াবর্তন করলেন নায়কের মতোই। আদিত্য় না থাকলে ম্যাচটা হারতেও পারত ইস্টবেঙ্গল। ম্যাচের শেষ দিকে পেনাল্টি পায় এটিকে মোহনবাগান। যদিও সবুজ মেরুনের জয়ের সুযোগ কাজে লাগাতে দেননি ইস্টবেঙ্গল গোলরক্ষক। লালরিনলিয়ানা নামতে পেনাল্টি নিয়েছিলেন। অনবদ্য় দক্ষতায় তা বাঁচিয়ে দেন ইস্টবেঙ্গল গোলরক্ষক আদিত্য় পাত্র। ম্যাচ শেষে লাল-হলুদ সমর্থকদের নয়নের মণি হয়ে ওঠেন আদিত্য়। গ্যালারি থেকে সেলফির আবদারও আসে। হাসিমুখেই তা মেটালেন ম্যাচের সেরা আদিত্য়। ডেভেলপমেন্ট লিগে ইস্ট জোনে ৪ ম্য়াচে ১০ পয়েন্ট নিয়ে টেবল টপার ইস্টবেঙ্গল।