মেয়েদের বিশ্ব বক্সিং চ্যাম্পিয়নশিপে ভারতের চার মেডেল পাকা হয়ে গেল। ৫০ কিলো বিভাগে নিখাত জারিন থাইল্যান্ডের চুথামাট রুকসাতকে হারিয়ে সেমিফাইনালে প্রবেশ করেনছেন। নিখাতের এটা দ্বিতীয় বিশ্ব বক্সিং চ্যাম্পিয়নশিপে পদক। একইসঙ্গে পদক নিশ্চিত করেছেন অলিম্পিক মেডেলিস্ট লভলিনা বরগোহাইন।
Image Credit source: Twitter
কলকাতা: মেয়েদের বিশ্ব বক্সিং চ্যাম্পিয়নশিপে পদক জয়ের প্রবল দাবিদার ছিলেন নিখাত জারিন ও লভলিনা বরগোহাইন। প্রত্যাশার মান রাখলেন দুই কন্যে। নিজ নিজ বিভাগের সেমিফাইনালে প্রবেশ করে পদক নিশ্চিত করেছেন নিখাত এবং লভলিনা। এই নিয়ে চলতি মহিলা বিশ্ব বক্সিং চ্যাম্পিয়নশিপে চারটি মেডেল নিশ্চিত হয়ে গেল ভারতের। বাকি দু’জন হলেন কমনওয়েলথ গেমসের পদকজয়ী নীতু গংঘাস (৪৮ কিলো) এবং সুইটি বুরা (৮১ কিলো)। ৫০ কিলো বিভাগে খেলতে নেমে বিশ্ব বক্সিং চ্যাম্পিয়নশিপের গতবারের সোনাজয়ী নিখাত কোয়ার্টার ফাইনালের ম্যাচে ৫-২ হারিয়েছেন থাইল্যান্ডের চুথামাট রুকসাতকে। ৭৫ কিলো বিভাগে মোজাম্বাকের এডোসিন্ডা রাডি গ্রামানেকে ৫-০তে উড়িয়ে পদক নিশ্চিত করেছেন লভলিনা।
সাক্ষী চৌধুরী (৪২ কিলো) এবং গতবারের ব্রোঞ্জ মেডেলিস্ট মণীষা মৌন (৫৭ কিলো) বিভাগে শেষ চারে পৌঁছতে পারেননি। হেরে বিদায় নিয়েছেন কমনওয়েলথ গেমস জয়ী জেসমিন লম্বোরিয়া (৬০ কিলো) এবং নুপূর শেরায়ন (৮১+)।