Shubman Gill: বর্তমানে দুরন্ত ছন্দে রয়েছেন ভারতের তরুণ তারকা শুভমন গিল। দেশের জার্সিতে পর পর প্রতি ফর্ম্যাটে সেঞ্চুরিও করছেন তিনি।
হার্দিকের বদলে গুজরাটের ক্যাপ্টেন গিল? টিমের কর্তা দিলেন ইঙ্গিত!
আমেদাবাদ: ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ১৫তম সংস্করণে আত্মপ্রকাশ হয়েছিল দুই নতুন দলের। গুজরাট টাইটান্স (Gujarat Titans) ও লখনউ সুপার জায়ান্টস। আইপিএলের (IPL) মঞ্চে আত্মপ্রকাশের বছরই সোনালি ট্রফিটি তুলে নেয় হার্দিক পান্ডিয়ার (Hardik Pandya) নেতৃত্বাধীন গুজরাট টাইটান্স। গত বছর হার্দিকের গুজরাট পুরো মরসুম জুড়ে দুরন্ত পারফর্ম করেছিল। আইপিএলে প্রথম বার নেতৃত্ব দিয়ে অধিনায়ক হিসেবে হার্দিক বেশ সফল হয়েছিলেন। তারপরও তাঁর বিকল্প অধিনায়ক হিসেবে এক ভারতীয় ক্রিকেটারের কথা ভাবতে শুরু করে দিয়েছে গুজরাট। আইপিএলের গত বারের চ্যাম্পিয়ন দলে ছিলেন ভারতের তরুণ ওপেনার শুভমন গিলও (Shubman Gill)। হার্দিকের পর গুজরাটের ক্যাপ্টেন্সির দায়িত্ব যেতে পারে গিলের কাঁধেই। এখন থেকেই এমন ইঙ্গিত দিয়ে রাখলেন আইপিএলের টাইটান্সের ডিরেক্টর বিক্রম সোলাঙ্কি। আর কী কী বললেন তিনি? বিস্তারিত জেনে নিন TV9Bangla-র এই প্রতিবেদনে।
চলতি মার্চের ৩১ তারিখ শুরু হচ্ছে আইপিএল। উদ্বোধনী ম্যাচে চেন্নাই সুপার কিংসের মুখে নামবে গুজরাট টাইটান্স। দ্বিতীয় বার আইপিএল মরসুম শুরু করার আগে গুজরাটের ক্রিকেট ডিরেক্টর বিক্রম সোলাঙ্কি জানিয়েছেন শুভমনকে নিয়ে দলের মধ্যে বিশেষ পরিকল্পনার কথা।
বিস্তারিত আসছে…