MI vs UPW Live Score, WPL 2023 : আজ জিতলেই ফাইনাল; মুম্বই না ইউপি, বাজিমাত করবে কে?


TV9 Bangla Digital | Edited By: Tithimala Maji

Updated on: Mar 24, 2023 | 6:35 PM

Mumbai Indians vs UP Warriorz Live Score in Bengali: উইমেন্স প্রিমিয়ার লিগের প্রথম সংস্করণের এলিমিনেটর ম্যাচে আজ মুখোমুখি মুম্বই ইন্ডিয়ান্স ও ইউপি ওয়ারিয়র্স। ম্যাচের পুঙ্খানুপুঙ্খ লাইভ আপডেট দেখুন।

MI vs UPW Live Score, WPL 2023 : আজ জিতলেই ফাইনাল; মুম্বই না ইউপি, বাজিমাত করবে কে?

Image Credit source: Twitter

LIVE Cricket Score & Updates

  • 24 Mar 2023 06:35 PM (IST)

    নজরে বাংলার সাইকা

    টুর্নামেন্টের শুরু থেকে অনবদ্য বোলিং করেন সাইকা। শেষ দিকে তাঁকে নিয়ে প্রতিপক্ষ দল এত বেশি সতর্ক হয়ে পড়ে, ইকোনমি ভালো হলেও উইকেট পাননি। তবে টুর্নামেন্টে ১৩ উইকেট নিয়েছেন সাইকা।

  • 24 Mar 2023 06:32 PM (IST)

    নজরে দুই স্পিনার

    এলিমিনেটরের এই ম্য়াচে নজর থাকবে দুই বাঁ হাতি স্পিনারের উপর। একজন বিশ্বের অন্য়তম সেরা। আর একজন উঠতি প্রতিভা। সোফি এক্লেস্টন ও সাইকা ইসাক। ইউপি ও মুম্বইয়ের এই দুই স্পিনারের দিকে বাড়তি নজর থাকবে।

  • 24 Mar 2023 06:31 PM (IST)

    ইউপির ইউএসপি

    ইউপি ওয়ারিয়র্স টিমের ইউএসপি হল তাদের মিডল অর্ডার। টুর্নামেন্টে এখনও অবধি ১১৬১ রান করেছে ইউপি। এর মধ্যে মিডল অর্ডারের অবদান (৪-৭ নম্বর ব্য়াটার) ৬৬৩ রান।

মুম্বই: সরাসরি ফাইনাল নিশ্চিত করেছে মেগ ল্য়ানিংয়ের নেতৃত্বাধীন দিল্লি ক্য়াপিটালস। ফাইনালে তাদের সামনে কোন দল, তার ফয়সালা হবে আজ। এলিমিনেটরের ম্য়াচে মুখোমুখি মুম্বই ইন্ডিয়ান্স ও ইউপি ওয়ারিয়র্স। তৃতীয় দল হিসেবে প্লে-অফে উঠেছিল অ্যালিসা হিলির নেতৃত্বাধীন ইউপি। লিগ পর্বের শেষ ম্য়াচে মুম্বইয়ের কাছে হারলেও ভালো পারফর্ম করেছে ওয়ারিয়র্সরা। ফাইনালের দৌড়ে আজ নামছে সেই মুম্বইয়ের বিরুদ্ধেই। টুর্নামেন্টের প্রথম থেকে ঝড়ের গতিতে এগিয়েছে মুম্বই ইন্ডিয়ান্স। সরাসরি ফাইনালে ওঠার প্রবল দাবিদার ছিল তারা। শেষ ল্যাপে বাজিমাত করে দিল্লি ক্যাপিটালস। মুম্বইয়ের অশ্বমেধের ঘোড়া থামিয়েছিল ইউপি ওয়ারিয়র্স। তাই অ্যালিসা হিলিদের হালকাভাবে নেওয়ার কোনও প্রশ্নই নেই মুম্বইয়ের। তৈরি ওয়ারিয়র্সরাও। অ্যালিসা হিলি, তাহিলা ম্য়াকগ্রা, গ্রেস হ্য়ারিস, সোফি এক্লেস্টনরা ধারাবাহিক পারফর্মার।

Published On – Mar 24,2023 6:30 PM

Leave a Reply