মার্টিনেজের ‘অশ্লীল’ সেলিব্রেশনে সামিল মেসিদের বউরাও!


ঘটনার তিন মাস কেটে গেলেও মেসির প্রিয় ডিবু’র ‘অশ্লীল’ উদযাপন এখনও মাঝে মধ্যেই শিরোনামে উঠে আসে (Argentina)। বর্হিবিশ্বে কী সমালোচনা, বিতর্ক চলছে তা নিয়ে আর্জেন্টিনা দল যে বিন্দুমাত্র ভাবিত নয় তার উদাহরণ মিলল।

Image Credit source: Twitter

বুয়েনস আইরেস: কুঁচকির কাছে ‘গোল্ডেন গ্লাভস’ ট্রফি উঁচিয়ে ধরে দৃষ্টিকটূ সেলিব্রেশন করেছিলেন এমিলিয়ানো মার্টিনেজ (Emiliano Martinez)। বিশ্বকাপ ফাইনালের মঞ্চে আর্জেন্টিনার গোলকিপারের অদ্ভুত সেলিব্রেশনের (Controversial Celebration) ব্যাখ্যা খুঁজে পাননি কেউ। সোশ্যাল মিডিয়ায় দাবানলের মতো ছড়িয়ে পড়েছিল সেই ছবি। অমন ভঙ্গির জন্য প্রবল সমালোচিত হতে হয় এমিকে। বিশ্বজয়ী দলের সদস্য নিজের মতো করে ব্য়াখ্যা দিয়েছিলেন ঠিকই কিন্তু তাতে চিঁড়ে ভেজেনি। ঘটনার তিন মাস কেটে গেলেও মেসির প্রিয় ডিবু’র ‘অশ্লীল’ উদযাপন এখনও মাঝে মধ্যেই শিরোনামে উঠে আসে (Argentina)। বর্হিবিশ্বে কী সমালোচনা, বিতর্ক চলছে তা নিয়ে আর্জেন্টিনা দল যে বিন্দুমাত্র ভাবিত নয় তার উদাহরণ মিলল। এমির বিতর্কিত সেলিব্রেশনের নকল করলেন আর্জেন্টিনার ফুটবলারদের স্ত্রী, বান্ধবীরাও। কোথায় ঘটল এমন ঘটনা? সেলিব্রেশনে কি সামিল ছিলেন লিওনেল মেসির স্ত্রী আন্তোনেলা রোকুজ্জো? বিস্তারিত তুলে ধরল TV9 Bangla

মহিলা মহলকে এই বিতর্কিত সেলিব্রেশনে সামিল করার পিছনে রয়েছেন এমির স্ত্রী মান্দিনহা মার্টিনেজ। কয়েকদিন আগেই বিশ্বকাপ জয়ের পর প্রথমবার ঘরের মাঠে ফুটবল ম্যাচ খেলেছে আর্জেন্টিনা। কানায় কানায় পূর্ণ মনুমেন্টাল স্টেডিয়ামে পানামার বিরুদ্ধে ফ্রেন্ডলি ম্যাচ ২-০ গোলে জেতে আর্জেন্টিনা। তবে পানামা ম্যাচে জয়ের থেকে বিশ্বকাপের সেলিব্রেশনই হল বেশি। আর্জেন্টিনার জয়, মেসির গোলের সঙ্গে দর্শকদের সঙ্গে বিশ্বকাপ জয়ের সেলিব্রেশনে মাতেন আর্জেন্টিনা দলের সদস্যরা। মনুমেন্টাল স্টেডিয়ামে আরও একবার এমিলিয়ানো মার্টিনেজকে দেখা যায় ওই বিতর্কিত সেলিব্রেশন। এ বার এমির সঙ্গে যোগ দেন দলের অন্যান্যরাও। গোটা স্টেডিয়াম জুড়ে ওঠে চিৎকার।

মহিলারাও পিছিয়ে থাকবেন থাকবেন কেন? দর্শকদের সাড়া পেয়ে তাঁরাও বিশ্বকাপ ট্রফির রেপ্লিকা হাতে নিয়ে একইভাবে সেলিব্রেশন করেন। ছবিতে মান্দিনহা ছাড়াও রয়েছেন গুইডো রড্রিগেজ, জেরোনিমো রুলি, নিকোলাস ট্যাগলিয়াফিকের স্ত্রীরা। ছবিটি ইনস্টাগ্রামে স্টোরিতে পোস্ট করেন এমির স্ত্রী মান্দিনহা। যদিও ছবিতে মেসির স্ত্রী আন্তোনেলাকে দেখা যায়নি। তাহলে কী আর্জেন্টিনার হোমকামিং সেলিব্রেশন আরও এক বিতর্কের জন্ম দিল?

কী করেছিলেন এমিলিয়ানো মার্টিনেজ? টুর্নামেন্টের সেরা গোলরক্ষকের পুরস্কার ধরে পোডিয়ামের উপর দাঁড়িয়ে গোল্ডেন গ্লাভসটি নিজের কুঁচকির কাছে চেপে ধরে অশ্লীল অঙ্গভঙ্গী করেছিলেন। ছবি ভাইরাল হতে সময় নেয়নি। বিশ্বমঞ্চ দাঁড়িয়ে কী ভাবে এমন কাজ করলেন তিনি? ভ্রু কুঁচকে গিয়েছিল। বিশ্বকাপ জিতে মাথা ঘুরিয়ে গিয়েছে এমির, বলছে ফুটবল বিশ্ব। ওই আচরণের ব্যাখ্যা দিতে গিয়ে আর্জেন্টাইন সংবাদমাধ্যম ‘লা রেড’-কে গোলরক্ষক বলেন, “ফ্রান্সের ফুটবলাররা আমাকে দেখে বিদ্রুপ করছিল। আমি মোটেও অহংবোধে ভুগছিলাম না।”



Leave a Reply