Saweety Boora: বক্সিংয়ে ‘গোল্ডেন গার্ল’ সুইটি, একদিনে জোড়া বিশ্ব চ্যাম্পিয়ন পেল ভারত


TV9 Bangla Digital | Edited By: Tithimala Maji

Updated on: Mar 25, 2023 | 9:15 PM

World Women’s Boxing Championship: ৩০ বছরের সুইটির এটি দ্বিতীয় বিশ্ব চ্যাম্পিয়নশিপ মেডেল। ২০১৪ সালে রুপোর পদক জিতেছিলেন তিনি। এ বার সোনা।

Saweety Boora: বক্সিংয়ে 'গোল্ডেন গার্ল' সুইটি, একদিনে জোড়া বিশ্ব চ্যাম্পিয়ন পেল ভারত

Image Credit source: Twitter

নয়াদিল্লি: মহিলা বিশ্ব বক্সিং চ্যাম্পিয়নশিপে মেরি কমের লেগ্যাসি বইছেন নীতু গংঘাস, সুইটি বুরা, নিখাত জারিনরা। শনিবার টুর্নামেন্ট থেকে জোড়া বিশ্ব চ্যাম্পিয়ন পেল ভারত। আজই ৪৮ কেজি বিভাগের ফাইনালে সোনা জেতেন ২২ বছরের নীতু। কয়েক ঘণ্টার ফারাকে তেরঙ্গা ওড়ালেন আরও এক ভারতীয় বক্সার। ৮১ কেজি বিভাগে ফাইনাল জিতে বিশ্ব চ্যাম্পিয়নের খেতাব জিতলেন সুইটি। ফাইনালে সুইটির প্রতিপক্ষ ছিল প্রাক্তন বিশ্ব চ্যাম্পিয়ন ওয়াং লিনা। চিনের ওয়াং লিনার বিরুদ্ধে ৪-৩ ব্য়বধানে বাউট জিতে নেন সুইটি। ৩০ বছরের সুইটির এটি দ্বিতীয় বিশ্ব চ্যাম্পিয়নশিপ মেডেল। ২০১৪ সালে রুপোর পদক জিতেছিলেন তিনি। দেশের বক্সারদের মধ্যে (পুরুষ ও মহিলা উভয়) সপ্তম ভারতীয় হিসেবে বিশ্ব চ্যাম্পিয়ন হলেন হরিয়ানার সুইটি।
৮১ কিলো বিভাগের ফাইনালে নেমে দ্বিতীয় রাউন্ড থেকে লিনার উপর দাপট বজায় রেখেছিলেন তিনি। প্রথম রাউন্ডের খেলায় দু’জন একে অপরকে প্রবল টক্কর দেন। কিন্তু শেষ পর্যন্ত দাপট বজায় রাখেন সুইটি।

বিস্তারিত আসছে…

Leave a Reply