‘আমি নির্বাচক হলে নিজের জায়গায় ওকেই আগে সুযোগ দিতাম’, কার কথা বললেন শিখর ধাওয়ান?


PBKS, IPL 2023: কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে এ বারের আইপিএল যাত্রা শুরু করবে পঞ্জাব কিংস।

নিজের থেকে কাকে এগিয়ে রাখলেন গব্বর?

Image Credit source: Twitter

নয়াদিল্লি: বর্তমানে তিনি ব্যস্ত আইপিএলের (IPL) প্রস্তুতিতে। কিন্তু মন যেন তাঁর পড়ে রয়েছে জাতীয় দলে। না তিনি জাতীয় দলে সদ্য কোনও ম্যাচে খেলেননি। আরও ভালো করে বললে সেই গত বছরের ডিসেম্বরে শেষ বার দেশের হয়ে খেলেছেন তিনি। তারপর বাদ পড়েছেন দল থেকে। পারফর্ম্যান্স দেখিয়ে ভারতীয় দলে তাঁর জায়গা কেড়ে নিয়েছেন এক তরুণ ক্রিকেটার। কথা হচ্ছে ভারতের সিনিয়র তারকা শিখর ধাওয়ানকে (Shikhar Dhawan) নিয়ে। খারাপ ফর্মের কারণে আন্তর্জাতিক ক্রিকেট থেকে এখন দূরে রয়েছেন তিনি। আসন্ন আইপিএলে ভালো পারফর্ম করে নিশ্চিতভাবে ফের জাতীয় দলে ঢোকার একটা চেষ্টা করবেন ভারতীয় ক্রিকেটের গব্বর। এই পথটা খুব একটা সহজ হবে না তাঁর জন্য। কারণ, জাতীয় দলে এখন শুভমন গিল (Shubman Gill), ঈশান কিষাণের মতো তরুণ তারকাদের উপস্থিতিতে ধাওয়ানের জায়গা করে নেওয়াটা কঠিন হতে চলেছে। একইসঙ্গে শিখর নিজেও মনে করেন, ভালো পারফর্ম করা ক্রিকেটারদেরই দলে সুযোগ পাওয়া উচিত। সম্প্রতি একটি সাক্ষাৎকারে শিখর ধাওয়ান জানান যে, তিনি যদি নির্বাচক হতেন তবে নিজের জায়গায় শুভমন গিলকেই বেছে নিতেন। আর কী কী বললেন শিখর? বিস্তারিত জেনে নিন  TV9Bangla-র এই প্রতিবেদনে।

বিস্তারিত আসছে…

Leave a Reply