আরও এক বার ট্রফির ম্যাচে মেগ বনাম হরমন


TV9 Bangla Digital | Edited By: Dipankar Ghoshal

Updated on: Mar 26, 2023 | 6:47 PM

Delhi Capitals vs Mumbai Indians Live Score in Bengali: উইমেন্স প্রিমিয়ার লিগের প্রথম সংস্করণের ফাইনাল ম্যাচে আজ মুখোমুখি দিল্লি ক্যাপিটালস ও মুম্বই ইন্ডিয়ান্স। ম্যাচের পুঙ্খানুপুঙ্খ লাইভ আপডেট দেখুন।

DC vs MI FINAL, Live Score, WPL 2023 : আরও এক বার ট্রফির ম্যাচে মেগ বনাম হরমন

Image Credit source: TV9 Bangla Graphics

LIVE Cricket Score & Updates

  • 26 Mar 2023 06:47 PM (IST)

    ওয়ান টিম

    ক’দিন পরই শুরু হচ্ছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ। তার আগে উইমেন্স প্রিমিয়ার লিগের ফাইনালের জন্য় সতীর্থদের জন্য শুভেচ্ছা জানালেন রোহিত শর্মারা।

  • 26 Mar 2023 06:41 PM (IST)

    ট্রফির ম্যাচ

    শেষ ল্যাপে। উইমেন্স প্রিমিয়ার লিগের ফাইনালে আজ মুখোমুখি দিল্লি ক্যাপিটালস ও মুম্বই ইন্ডিয়ান্স। নেতৃত্বের দিক থেকে মেগ ল্যানিং বনাম হরমনপ্রীতে অনেকটাই এগিয়ে মেগ। তবে এটা আন্তর্জাতিক মঞ্চ নয়। উইমেন্স প্রিমিয়ার লিগে দুই ক্যাপ্টেনের মস্তিষ্কের লড়াই। দিল্লি ক্যাপিটালস বনাম মুম্বই ইন্ডিয়ান্স লাইভ আপডেটের জন্য নজর রাখুন TV9Bangla-র এই পেজে।

মুম্বই : দেখতে দেখতে শেষ ধাপ। ২১ ম্যাচের লড়াই শেষ। একটা ট্রফির জন্য দৌড়ে ছিল পাঁচ দল। সেখান থেকে ফাইনালের যোগ্যতা অর্জন করেছে দিল্লি ক্যাপিটালস ও মুম্বই ইন্ডিয়ান্স। উইমেন্স প্রিমিয়ার লিগের ফাইনালে আজ মুখোমুখি দিল্লি ক্যাপিটালস ও মুম্বই ইন্ডিয়ান্স। এত দিনের সব পরিশ্রমের পুরস্কারের লড়াই। উদ্বোধনী আইপিএলের প্রথম জয় পেয়েছিল মুম্বই ইন্ডিয়ান্স। শেষ ম্যাচেও তারই পুনরাবৃত্তি হলে ট্রফি মুম্বইয়ের। যদিও কাজটা সহজ নয়। সামনে মেগ ল্যানিংয়ের নেতৃত্বাধীন দিল্লি ক্যাপিটালস। মেগ ল্যানিং ও হরমনপ্রীত কৌর, আন্তর্জাতিক মঞ্চে এই দু-জনের নেতৃত্বের লড়াই সবসময়ই উপভোগ্য হয়ে উঠে। আরও একটা ফাইনালে মুখোমুখি। এ বার ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটেও মেগ-হরমনপ্রীত দ্বৈরথে নজর। WPL এ দিল্লি ক্যাপিটালস বনাম মুম্বই ইন্ডিয়ান্স ম্যাচের লাইভ আপডেটের জন্য নজর রাখুন TV9Bangla-র এই পেজে।

Published On – Mar 26,2023 6:30 PM



Leave a Reply