মেসির মাঠ! বিশ্বজয়ী অধিনায়ককে অনন্য সম্মান আর্জেন্টিনার


TV9 Bangla Digital | Edited By: Sanghamitra Chakraborty

Updated on: Mar 26, 2023 | 3:00 PM

AFA: বাইশের শেষে আর্জেন্টিনাকে বিশ্বকাপ এনে দিয়েছিলেন লিওনেল মেসি (Lionel Messi)। সোনালি ট্রফি হাতে তুলে জানিয়েছিলেন তিনি তৃপ্ত। বিশ্বজুড়ে বন্দিত হয়েছেন মেসি। বিশ্বকাপ জেতার পর নানা সম্মানে সম্মানিত হয়েছেন মেসি। এ বার বিশ্বজয়ী আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসিকে অনন্য সম্মান জানিয়েছে তাঁর দেশ।

Mar 26, 2023 | 3:00 PM

বুয়েনস আইরেসে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের ট্রেনিং ফেসিলিটির নাম আর 'দ্য কাসা দি এজেইজা' রইল না। এ বার থেকে বিশ্বজয়ী অধিনায়ক লিওনেল মেসির (Lionel Messi) নামে নামাঙ্কিত হল আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের ট্রেনিং ফেসিলিটির নাম। (ছবি-টুইটার)

বুয়েনস আইরেসে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের ট্রেনিং ফেসিলিটির নাম আর ‘দ্য কাসা দি এজেইজা’ রইল না। এ বার থেকে বিশ্বজয়ী অধিনায়ক লিওনেল মেসির (Lionel Messi) নামে নামাঙ্কিত হল আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের ট্রেনিং ফেসিলিটির নাম। (ছবি-টুইটার)

বিশ্বজয়ী আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসিকে অনন্য সম্মান জানানোর জন্য জাতীয় দলের অনুশীলন সেন্টারের নাম তাঁর নামেই করে দিয়েছে আর্জেন্টিনার ফুটবল ফেডারেশন। (ছবি-টুইটার)

বিশ্বজয়ী আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসিকে অনন্য সম্মান জানানোর জন্য জাতীয় দলের অনুশীলন সেন্টারের নাম তাঁর নামেই করে দিয়েছে আর্জেন্টিনার ফুটবল ফেডারেশন। (ছবি-টুইটার)

আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের (AFA) প্রধান ক্লদিও তাপিয়া এক টুইটের মাধ্যমে মেসির নামে অনুশীলন ক্যাম্পের নামকরণ করার ঘোষণা করেছেন। (ছবি-টুইটার)

আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের (AFA) প্রধান ক্লদিও তাপিয়া এক টুইটের মাধ্যমে মেসির নামে অনুশীলন ক্যাম্পের নামকরণ করার ঘোষণা করেছেন। (ছবি-টুইটার)

লিওনেল মেসিও ইন্সটাগ্রামে এই সম্মানের খবর সকলের সঙ্গে তুলে ধরেছেন। বেশ কয়েকটি ছবি শেয়ার করে মেসি লিখেছেন, "আমি এখনও অবধি যে স্বীকৃতি পেয়েছি, তার মধ্যে এই প্রাপ্তিটা চমৎকার। এক কথায় এটা একটা মহান সম্মান, অনেক ধন্যবাদ!!!" (ছবি-টুইটার)

লিওনেল মেসিও ইন্সটাগ্রামে এই সম্মানের খবর সকলের সঙ্গে তুলে ধরেছেন। বেশ কয়েকটি ছবি শেয়ার করে মেসি লিখেছেন, “আমি এখনও অবধি যে স্বীকৃতি পেয়েছি, তার মধ্যে এই প্রাপ্তিটা চমৎকার। এক কথায় এটা একটা মহান সম্মান, অনেক ধন্যবাদ!!!” (ছবি-টুইটার)

এএফএর প্রধান ক্লদিও তাপিয়া টুইটারে লেখেন, "কাসা দ্যা এজেইজায় আমরা একটা ঐতিহাসিক সময় পার করেছি, আজ থেকে বিশ্বের সেরা ফুটবলারের সম্মানে যার নাম হবে লিওনেল আন্দ্রেস মেসি ক্যাম্প।" (ছবি-টুইটার)

এএফএর প্রধান ক্লদিও তাপিয়া টুইটারে লেখেন, “কাসা দ্যা এজেইজায় আমরা একটা ঐতিহাসিক সময় পার করেছি, আজ থেকে বিশ্বের সেরা ফুটবলারের সম্মানে যার নাম হবে লিওনেল আন্দ্রেস মেসি ক্যাম্প।” (ছবি-টুইটার)

মেসির ইনস্টাগ্রাম পোস্টে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের প্রধান তাপিয়া কমেন্টও করেছেন। তিনি লিখেছেন, "যোগ্য হিসেবেই তুমি এই স্বীকৃতি পেয়েছো।" (ছবি-টুইটার)

মেসির ইনস্টাগ্রাম পোস্টে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের প্রধান তাপিয়া কমেন্টও করেছেন। তিনি লিখেছেন, “যোগ্য হিসেবেই তুমি এই স্বীকৃতি পেয়েছো।” (ছবি-টুইটার)

নিজের নামের ফলক উন্মোচন করার পর মেসি বলেন, 'আমি ভীষণ আনন্দিত। এই সম্মানটা খুবই স্পেশাল। আমি যখন জানতে পারি আর্জেন্টিনার অনুশীলন ক্যাম্পের নাম হতে চলেছে লিওনেল আন্দ্রেস মেসি ক্যাম্প। তখন ভীষণ খুশি হয়েছিলাম।' (ছবি-টুইটার)

নিজের নামের ফলক উন্মোচন করার পর মেসি বলেন, ‘আমি ভীষণ আনন্দিত। এই সম্মানটা খুবই স্পেশাল। আমি যখন জানতে পারি আর্জেন্টিনার অনুশীলন ক্যাম্পের নাম হতে চলেছে লিওনেল আন্দ্রেস মেসি ক্যাম্প। তখন ভীষণ খুশি হয়েছিলাম।’ (ছবি-টুইটার)

বিশ্বকাপ জেতার পর গত বৃহস্পতিবার পানামার বিরুদ্ধে আন্তর্জাতিক ম্যাচে খেলতে নেমেছিল লিওনেল মেসির আর্জেন্টিনা।  সেই ম্যাচে ২-০ ব্যবধানে জিতেছে লা আলবিসেলেস্তেরা। পাশাপাশি মেসি কেরিয়ারের ৮০০তম গোলও করেছেন। (ছবি-টুইটার)

বিশ্বকাপ জেতার পর গত বৃহস্পতিবার পানামার বিরুদ্ধে আন্তর্জাতিক ম্যাচে খেলতে নেমেছিল লিওনেল মেসির আর্জেন্টিনা। সেই ম্যাচে ২-০ ব্যবধানে জিতেছে লা আলবিসেলেস্তেরা। পাশাপাশি মেসি কেরিয়ারের ৮০০তম গোলও করেছেন। (ছবি-টুইটার)


Most Read Stories

Leave a Reply