Azam Khan: পিএসএলে ভালো পারফর্ম করেছেন আজম খান। প্রতিপক্ষ বোলারদের কাছে ত্রাস ছিলেন তিনি। কিন্তু আফগানিস্তানের বিরুদ্ধে কার্যত কিছুই করতে পারেননি।
Image Credit source: Twitter
করাচি: বাবর আজম (Babar Azam), মহম্মদ রিজওয়ান, শাহিন শাহ আফ্রিদির মতো প্লেয়ারদের বিশ্রাম দেওয়া হয়েছিল। তাতেই বিপত্তি। আফগানিস্তানের বিরুদ্ধে পর পর দুটো টি-টোয়েন্টি ম্যাচ হেরে এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ খুইয়েছে পাকিস্তান। আন্তর্জাতিক ক্রিকেটে এই প্রথম আফগানিস্তান কোনও টি-টোয়েন্টি সিরিজ জিতল প্রথম সারির টিমের বিরুদ্ধে। রশিদ খানদের কাছে সিরিজ হারের পর ব্যাপক সমালোচনার মুখে পড়েছেন পাক ক্রিকেটাররা। প্রশ্ন উঠে গিয়েছে নতুন প্রজন্মের ক্রিকেটারদের নিয়ে। বলা হচ্ছে, বাবর, রিজওয়ানদের জায়গা নিতে পারেন, এমন ক্রিকেটার কি তুলে আনতে পারছে না পাকিস্তান ক্রিকেট বোর্ড? যদি তাই হয়, তা হলে পাকিস্তান সুপার লিগ (PSL) আয়োজন করার অর্থ কী? এ সবের মধ্যে আবার টার্গেট হয়ে গিয়েছেন আজম খান (Azam Khan)। কেন? তুলে ধরল TV9Bangla।
পিএসএলে ভালো পারফর্ম করেছেন আজম খান। প্রতিপক্ষ বোলারদের কাছে ত্রাস ছিলেন তিনি। কিন্তু আফগানিস্তানের বিরুদ্ধে কার্যত কিছুই করতে পারেননি। যা নিয়ে কথা উঠতে শুরু করেছে। প্রথম ম্যাচে শূন্য রানে আউট হয়েছিলেন। দ্বিতীয় ম্যাচ মাত্র ৪ বল খেলে আউট হয়ে গিয়েছেন তিনি। করেছেন ১ রান। পারফরম্যান্স শুধু নয়, আজমের শরীর নিয়েও কথা উঠছে। তিনি বেশ মোটাসোটা। যা নিয়ে কটাক্ষ করেছেন পাক সমর্থকরা। আউট হয়ে প্যাভিলিয়নে ফেরার পথে গ্যালারি থেকে নানা টুকরো মন্তব্য উড়ে এসেছে তাঁর দিকে। এতেই শেষ নয়, উইকেটকিপিং করার সময়ও তাঁকে নিয়ে নানা টুকরো মন্তব্য ভেসে এসেছে গ্যালারি থেকে। যদিও এই রকম বডি শেমিং কোনও ভাবেই মেনে নেওয়া যায় না। ক্রিকেটারের চেহারা নয়, তাঁর প্রতিভা দিয়েই বিচার করা হয় তাঁকে। সে দিক থেকে আজম খান এই প্রথম সিনিয়র টিমের হয়ে খেলছেন। মানিয়ে নিতে যে খানিকটা সময় লাগবে, তা স্বীকার করে নিয়েছেন বাবরের বদলে নেতৃত্বের দায়িত্বে থাকা শাদাব খান।
This Man In crowed ???????????? is not happy with Azam Khan!!!!
Abusing Azam Khan on his Eating habit ???????? can anyone translate the signs #AzamKhan#PakvsAfg pic.twitter.com/GZKdh3JHGO— Muhammad Ahmad Durrani (@MAhmad9253) March 26, 2023
পাক অধিনায়ক বলেছেন, ‘অনেকেই সিনিয়র টিমের হয়ে প্রথম খেলছে। ওরা এই পরিবেশ, পরিস্থিতির সঙ্গে পরিচিত নয়। যে কারণে অনেকেই ঘাবড়ে গিয়েছিল। ওদের সময় দরকার। যত খেলবে, তত নিজেদের প্রমাণ করতে পারবে।’ পাক অধিনায়ক যাই বলুন না কেন, আফগানিস্তানের বিরুদ্ধে টিমের এই সিরিজ হার কিন্তু প্রবল সমালোচনার মুখে ফেলে দিয়েছে। আইপিএলের মতো পিএসএল শুরু করার একটাই লক্ষ্য ছিল, ভারতীয় ক্রিকেট মডেলকে ফলো করা। যাতে নতুন প্রজন্মের প্লেয়ার তুলে আনা যায়। তার জন্য যে সময় লাগবে, সন্দেহ নেই।