আইসিসির পূর্ণ সদস্য দল হিসেবে এই রেকর্ডের অধিকারী ছিল অস্ট্রেলিয়া। রবিবার রাতে সেই তাজ ছিনিয়ে নিয়েছে দক্ষিণ আফ্রিকা।
Image Credit source: Twitter
কলকাতা: আন্তর্জাতিক টি-২০তে রেকর্ড রান তাড়া করে জয়ের নজির গড়েছে দক্ষিণ আফ্রিকা। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টি-২০ সিরিজের দ্বিতীয় ম্যাচে ২৫৯ রান তাড়া করে ম্যাচ জয়ের অবিশ্বাস্য নজির গড়েছে দলটি। আইসিসির পূর্ণ সদস্য দল হিসেবে এই রেকর্ডের অধিকারী ছিল অস্ট্রেলিয়া। রবিবার রাতে সেই তাজ ছিনিয়ে নিয়েছে দক্ষিণ আফ্রিকা। সেঞ্চুরিয়নের সুপারস্পোর্ট পার্ক এখনও পর্যন্ত আন্তর্জাতিক টি-২০তে সবচেয়ে বড় রান চেজের সাক্ষী থেকেছে। দুই দলের ইনিংস মিলিয়ে ৫১৭ রান। এই প্রথম কুড়ি বিশে দুই দল মিলিয়ে পাঁচশোর বেশি রান উঠেছে। এমন উপভোগ্য ম্যাচ উপহার দেওয়ার জন্য সোশ্যাল মিডিয়ায় প্রোটিয়াদের কুর্নিশ জানাচ্ছেন নেটিজেনরা। কুইন্টন ডি ককরা পেয়ে গিয়েছে ‘রান তাড়ার রাজা’ তকমা। কারণ প্রোটিয়াদের বড় রান তাড়া করে জয়ের কীর্তি আজকের নয়। ওডিআই, টেস্ট ফরম্যাটেও ক্রিকেট সমর্থকদের অবাক করে দিয়েছে দলটি। বিস্তারিত রইল Tv9 Bangla-র এই প্রতিবেদন।
এর আগে কোনও আন্তর্জাতিক টি-২০তে এর দুই ইনিংস মিলিয়ে ৫০০-র বেশি রান ওঠেনি। ওয়েস্ট ইন্ডিজ ও দক্ষিণ আফ্রিকা মিলে এই ম্যাচে করেছে ৫১৭ রান, তাও ম্যাচে বাকি ছিল সাত বল। কুইন্টিন ডি কক ও রিজা হেনরিকস মিলে ছয় ওভারের পাওয়ার প্লেতে দক্ষিণ আফ্রিকাকে এনে দেন ১০২ রান। এর আগে সর্বোচ্চ ছিল ওয়েস্ট ইন্ডিজের। শ্রীলঙ্কার বিরুদ্ধে ৯৮ রান।
বিস্তারিত আসছে…