Nitish Rana, IPL 2023 : অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওডিআই সিরিজেও খেলতে পারেননি শ্রেয়স। আইপিএলেও তাঁর খেলা নিয়ে সংশয় ছিলই। নেতা বাছাই নিয়ে প্রবল চাপে ছিল কলকাতা নাইট রাইডার্স টিম ম্য়ানেজমেন্ট।
কলকাতা : শ্রেয়স আইয়ারের অনুপস্থিতিতে কলকাতা নাইট রাইডার্সকে নেতৃত্ব দেবেন কে? গত কিছু দিন ধরেই এই প্রশ্ন ঘোরাফেরা করছিল। নাইট শিবিরে অনেককে নিয়েই আলোচনা হয়। অবশেষে নতুন অধিনায়কের নাম ঘোষণা করল কলকাতা নাইট রাইডার্স টিম ম্যানেজমেন্ট। বাঁ হাতি ব্য়াটার নীতীশ রানা নেতৃত্ব দেবেন কলকাতা নাইট রাইডার্সকে। শ্রেয়স আইয়ার পিঠের চোটে কাবু। সম্প্রতি বর্ডার-গাভাসকর ট্রফির শেষ ম্যাচ অর্থাৎ আমেদাবাদ টেস্টে চোটের কারণে ছিটকে গিয়েছিলেন শ্রেয়স। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওডিআই সিরিজেও খেলতে পারেননি শ্রেয়স। আইপিএলেও তাঁর খেলা নিয়ে সংশয় ছিলই। নেতা বাছাই নিয়ে প্রবল চাপে ছিল কলকাতা নাইট রাইডার্স টিম ম্যানেজমেন্ট। বিস্তারিত TV9Bangla-য়।
কিছুক্ষণ আগেই কলকাতা নাইট রাইডার্সের তরফে এক প্রেস বিবৃতিতে নতুন অধিনায়ক হিসেবে নীতীশ রানার নাম ঘোষণা হয়েছে। শ্রেয়স আইয়ার চোটে কাবু। সূত্রের খবর, বোর্ডের তরফে তাঁকে অস্ত্রোপচারের পরামর্শও দেওয়া হয়েছিল। যদিও বোর্ডের পরামর্শ এড়িয়ে যান শ্রেয়স! অস্ত্রোপচার হলে এ বছর ঘরের মাঠে ওডিআই বিশ্বকাপ থেকেও ছিটকে যেতে পারেন শ্রেয়স। সে কারণেই তিনি ঝুঁকি নিয়েই অস্ত্রোপচার না করানোর সিদ্ধান্ত নিয়েছেন বলে সূত্রের খবর। নতুন অধিনায়ক হিসেবে নীতীশ রানার নাম ঘোষণার পাশাপাশি কেকেআর টিম ম্যানেজমেন্ট আরও জানিয়েছে, এ বারের আইপিএলে শেষ দিকে শ্রেয়সকে পাওয়া যেতে পারে!
বিস্তারিত আসছে…